শিলিগুড়ি: দীর্ঘ আইনি লড়াইয়ের পর জয়ের হাসি হেসেছেন ববিতা সরকার। প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে হারিয়ে নিজের অধিকারের চাকরি ছিনিয়ে নিয়েছেন তিনি। হাজার হাজার মেয়ের কাছে তিনিই হয়ে উঠেছেন ‘আইডল’। আর দেবীপক্ষে তাই ববিতাই যেন অন্যতম ‘নারীশক্তির প্রতীক’। সেই কারণেই তিনি পেলেন পুজো উদ্বোধনের ডাক। ষষ্ঠীতে শিলিগুড়ির এক দুর্গাপুজোর মণ্ডপ উদ্বোধন করবেন ববিতা সরকার।
আরও পড়ুন- হোটেলের ঘর থেকে উদ্ধার মডেলের ঝুলন্ত দেহ, চিরকুটে লেখা ‘শুধু শান্তি চাই’, ঘনাচ্ছে রহস্য
যে মেধা তালিকা নিয়ে হইচই শুরু হয়েছিল তাতে প্রথমে ৭২ জনের নাম ছিল। কিন্তু হঠাৎ করে মেধাতালিকায় শীর্ষে অঙ্কিতা অধিকারীর নাম চলে আসে। তারপর মেধা তালিকায় ৭৩ জনের নাম দেখা যায়। ২০১৮ সালে যখন তালিকা প্রকাশ পায়, তখন থেকেই তিনি বুঝতে পেরেছিলেন যে, কিছু একটা গন্ডগোল আছে। এরপর থেকেই শুরু হয় আরটিআই, কমিশনে যাওয়া, প্রতিবাদ, আন্দোলন। আসলে ববিতার নাম ছিল ২০ নম্বরে। কিন্তু দ্বিতীয় কাউন্সেলিংয়ের পর তিনি জানতে পারেন তাঁর নাম চলে গিয়েছে ২১ নম্বরে। এক নম্বরে এসে যান প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা। ব্যাপারটি তাঁর কাছে স্পষ্ট হয়ে যায়।
প্রায় চার বছরের লড়াইয়ের পর নিজের যোগ্য জায়গা ছিনিয়ে নিয়েছেন ববিতা। তাঁর এই জয়ে উচ্ছ্বসিত এলাকার বাসিন্দারাও। সেই প্রেক্ষিতে এবারের দুর্গাপুজোয় নারীশক্তিকে সম্মান দিতে শিলিগুড়ির ওই পুজো মণ্ডপ ববিতা দিয়েই পুজো উদ্বোধনের কথা ভেবেছে। ববিতা নিজে জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি নিজেও উচ্ছ্বসিত। তবে তিনি আশা করেন যে এখনও যারা আন্দোলন করছেন তারাও নিজেদের যোগ্য জায়গা ফিরে পাক।