এখনই নিস্তার নয়, বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত, লক্ষ্মী পুজোতেও কি ভিজবে বাংলা?

এখনই নিস্তার নয়, বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত, লক্ষ্মী পুজোতেও কি ভিজবে বাংলা?

কলকাতা: বৃষ্টি যেন থামার নাম নেই৷ দুর্গা পুজোয় বৃষ্টি হয়েছে৷ এবার বাঙালির আশঙ্কা লক্ষ্মীপুজোয় বৃষ্টি হবে না তো? উৎসবমুখী বাংলায় যেন ভিলেন বৃষ্টি। 

আরও পড়ুন-দুর্গাপুজো বন্ধের সিদ্ধান্ত নিল বিজেপি, তীব্র কটাক্ষ করল তৃণমূল

মা দুর্গা কৈলাসে পাড়ি দিতেই লক্ষ্মীপুজোর তোড়জোড়৷ আগামী রবিবার ধনদেবীর আরাধনা করবে বাংলার মানুষ। তার আগে আগামী শুক্রবার পর্যন্ত গোটা বাংলায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল হাওয়া অফিস। দশমীর সকালে রোদ ঝলমলে আকাশের দেখা মিললেও একটু পর থেকেই শুরু হয় বৃষ্টি৷ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। একাদশী পেরিয়ে দ্বাদশী পর্যন্ত চলবে একই রকম আবহাওয়া। সঙ্গে বজ্রগর্ভ মেঘের দেখাও মিলচে পারে৷ এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। অন্যদিকে, আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ ফলে লক্ষ্মীপুজোতেও নিস্তার নেই৷ ভাসবে উত্তরের পাঁচ জেলা। 

বাংলায় এখন আশ্বিন মাস চলছে। শরতের নীল আকাশে পেঁজা মেঘের আনাগোনার দিন। কিন্তু তার বদলে আকাশ কালো৷ মুখ গোমড়া করে বসে রয়েছে৷ এদিকে, স্কুল-কলেজ-সরকারি দফতর এখন অধিকাংশই বন্ধ। ছুটি কাটাতে বহু মানুষ উত্তরবঙ্গে গিয়েছেন৷ যাঁরা এখনও ফিরে আসেননি তাঁদের বেড়ানো পণ্ড করতে পারে ভারী বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ১০ অক্টোবর পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি হতে পারে৷ এর মধ্যে দার্জিলিংয়ে একাদশী এবং দ্বাদশীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে৷ তবে রবি এবং সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি এবং কালিম্পঙে বৃহস্পতিবারই ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷