কিয়েভ থেকে পোল্যান্ড সীমান্তের দিকে যাওয়ার পথে গুলিবিদ্ধ ভারতীয় পড়ুয়া

কিয়েভ থেকে পোল্যান্ড সীমান্তের দিকে যাওয়ার পথে গুলিবিদ্ধ ভারতীয় পড়ুয়া

236aab9ed662629a2a93bb36a40bb478

কিয়েভ: রাজধানী কিয়েভ থেকে পোল্যান্ড যাওয়ার পথে গুলিবিদ্ধ ভারতীয় পড়ুয়া৷ মাঝ পথ থেকেই তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়া হল কিয়েভের একটি হাসপাতালে৷ খবরটি জানিয়েছেন অসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী ভিকে সিং৷ তিনি বলেন, ‘‘কিয়েভের একজন ভারতীয় ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যাচ্ছে৷ তাঁকে অবিলম্বে কিয়েভের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’’  তবে ওই ছাত্রের পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি৷

আরও পড়ুন- ইউরোপের বৃহত্তম পরমাণু কেন্দ্র রাশিয়ার দখলে! এবার তাহলে কী…

ইউক্রেনের প্রতিবেশী দেশগুলির সীমান্ত ব্যবহার করে সে দেশে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করে দেশে ফেরানো হচ্ছে৷ ইতিমধ্যেই চারটি দেশে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা৷ শুরু হয়েছে ‘অপারেশন গঙ্গা’৷ উদ্ধার কার্যে নেমেছে ১৯টি বিমান৷ তবে বিপদ সেখানে পায়ে পায়ে৷ এর আগে রুশ হামলার মুখে পড়ে প্রাণ হারান কর্নাটকের বাসিন্দা মেডিক্যালের চতুর্থ বর্ষের পড়ুয়া নবীন শেখারাপ্পা জ্ঞানগৌধর৷ মঙ্গলবার খারকিভ শহরে বোমা বিস্ফোরণের ফলে মৃত্যু হয় তাঁর৷ নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে ঘর থেকে বেড়িয়েছিলেন তিনি৷ দোকানের লাইনে দাঁড়িয়ে থাকার সময় আচমকা  সেখানে আছড়ে পড়ে রুশ বোমা। মৃত্যু হয়  নবীনের৷ 

উল্লেখ্য, ইউক্রেন থেকে কোনও মতে বেড়িয়ে প্রতিবেশী দেশ রোমানিয়া, হাঙ্গেরি এবং পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন ৩ হাজার ৭২৬ জন ভারতীয় পড়ুয়া। সেখান থেকে তাঁদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার জন্য বায়ুসেনা বিমানের পাশাপাশি এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর বিমান চালানো হবে৷ এই মিশনের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গঙ্গা’৷ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছিলেন, বৃহস্পতিবার ৮টি বিমান বুখারেস্টে পৌঁছবে।