বারাকপুর: পর্বতের নেশা ছিল ভয়ঙ্কর৷ সেই নেশাই হল কাল৷ উত্তরকাশীতে ট্রেকিংয়ে গিয়ে তুষার ধসের কবলে পড়েন নিউ বারাকপুর থানার কামারগাতি এলাকার বাসিন্দা সন্দীপ সরকারের। দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর৷ এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। দেহ বাড়ি ফেরার অপেক্ষায় পরিবার৷
আরও পড়ুন- প্রায় ২০০ ফুট দীর্ঘ! বঙ্গে খোঁজ মিলল ‘আদিম’ গুহার
দানা গিয়েছে, উত্তর কাশীতে ট্রেকিং-এৎ প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন সন্দীপ (৩৯)। সেখানে তুষারধসের কবলে পড়ে মৃত্যু হয় তাঁর। তিনি পেশায় স্কুল শিক্ষক৷ পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে সোমবার তাঁর বাড়িতে যান জেলাশাসক দফতরের আধিকারিকেরা। সন্দীপের স্ত্রী-সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথাও বলেন তাঁরা। মঙ্গলবারই সন্দীপের দেহ বাড়িতে ফিরিয়ে আনা হবে৷
পরিবার সূত্রে খবর, গত ২০ বছর ধরে পর্বত শৃঙ্গ জয়ের নেশায় ট্রেকিং করে আসছেন বাঁকুড়ার স্কুল শিক্ষক সন্দীপ৷ উচ্চতম শৃঙ্গে ট্রেকিং করার জন্য এবার উত্তরকাশীতে অ্যাডভান্স কোর্স করতে গিয়েছিলেন তিনি। গত ১১ সেপ্টেম্বর ৪১ জনের একটি দলের সঙ্গে পাহাড়ে পাড়ি দিয়েছিলেন সন্দীপ। ৪ অক্টোবর তুষার ঝড়ের কবলে পড়েন তাঁরা। মাত্র ৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁরাও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বাকি সকলেই মৃত বলে খবর। ১২ তারিখ দিল্লি থেকে বিমানে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। সে ফেরা আর হল না৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>