কলকাতা: সোমবার রাতভর জিজ্ঞাসাবাদের পর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মনিক ভট্টাচার্য৷ সুপ্রিম কোর্টের রক্ষাকবচে সিবিআই-এর হাত থেকে রক্ষা পেলেও, রেহাই পেলেন না ইডি-র হাত থেকে৷ তাঁর ঠাঁই হল সিজিও কমপ্লেক্সে৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর হেফাজতে কেমন রাত কাটল প্রথম রাত? ইডি সূত্রে খবর, গ্রেফতারির ধকলে মানসিকভাবে বিপর্যস্ত পলাশিপাড়ায় তৃণমূল বিধায়ক। তবে রাত্রিবেলা খাওয়া-দাওয়া করেছেন স্বাভাবিক ভাবেই।
আরও পড়ুন- মানিকের মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, ইডি হেফাজতেই থাকতে হবে তৃণমূল বিধায়ককে
সূত্রের খবর,গ্রেফতার হওয়ার পর মঙ্গলবার প্রথমে মেডিক্যাস টেস্ট, তারপর আদালতে হাজিরা৷ পর পর ঘটনায় কিছুটা হলেও শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত মানিক ভট্টাচার্য। ক্লান্তি ছিল শরীরজুড়ে৷ তবে ঘুম আসেনি। বুধবার সকাল থেকে ফের তাঁকে জেরা করা হতে পারে বলেই মনে করা হচ্ছে৷
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র চার্জশিটে মানিক ভট্টাচার্যকে অন্যতম কিং পিন বলে উল্লেখ করা হয়েছে। সোমবার রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় মানিককে৷ তিনি তদন্তে অসহযোগিতা করছেন বলেই অভিযোগ আনা হয়৷ এর পরেই গ্রেফতার হন শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। মঙ্গলবার রাত সাড়ে আটটার কিছু পরে মানিককে নিয়ে সিজিও কমপ্লেক্সে ঢোকেন ইডি আধিকারিকরা৷ রাত ৯ টা ৪০ মিনিট নাগাদ সেখানে আসেন মানিক ভট্টাচার্যের পুত্রবধূ৷ হাতে ছিল একটি ব্যাগ৷ প্রায় মিনিট পনেরো ভিতরে থাকার পর সিজিও থেকে বেরিয়ে যান। পরে আবারও ভিতরে ঢোকেন এবং রাত ১০ টা ২০ মিনিট নাগাদ সেখান থেকে বেরন৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>