তাজপুরের বন্দর নিয়ে আরও এক ধাপ এগোল রাজ্য, আদানির হাতে ইচ্ছাপত্র

তাজপুরের বন্দর নিয়ে আরও এক ধাপ এগোল রাজ্য, আদানির হাতে ইচ্ছাপত্র

কলকাতা: রাজ্য সরকার পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্র বন্দর নির্মানের জন্য আদানি গোষ্ঠীর হাতে ইচ্ছাপত্র তুলে দিয়েছে। আজ নিউটাউনের ইকো পার্কে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানির ছেলে করণ আদানির হাতে এই ইচ্ছাপত্র তুলে দেন। পরে তিনি বলেন, রাজ্যে অনেক শিল্প হচ্ছে। জঙ্গলমহলকে কেন্দ্র করে ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। রাজ্যের জন্য নেতিবাচক রাজনীতি ভাল নয় বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন- হৃদযন্ত্রদাতার বিধবা স্ত্রীকে বিয়ে! অবিকল একভাবে মৃত্যু হয় গ্রহীতার, এ এক গভীর রহস্য

আগে সেপ্টেবর মাসে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগে পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ার ছাড়পত্র আদানি গোষ্ঠীকে দেওয়া হয়েছিল। গ্লোবাল টেন্ডারে অংশ নিয়েই এই প্রকল্প গড়ে তোলার বরাত পেয়েছে আদানি গোষ্ঠী৷ জানা গিয়েছে, মোট বিনিয়োগ হবে ২৫ হাজার কোটি টাকা। ১৫ হাজার কোটি বিনিয়োগে প্রাথমিক ভাবে পরিকাঠামোগত উন্নয়নের কাজ করবে রাজ্য সরকার। বাংলায় প্রথম গভীর সমুদ্র বন্দরের পরিকাঠামো গড়তে আরও ১০ হাজার কোটি টাকা খরচ হবে। ১১৬ (বি) নম্বর জাতীয় সড়ক থেকে পাঁচ কিলোমিটার এবং কলকাতা থেকে ১৭০ কিলোমিটার দূরে গড়ে উঠছে এই তাজপুর বন্দর। এদিকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও জানিয়েছেন, এই বছর উৎসবের মরশুমে ৫০ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে রাজ্যে।

বিরোধীরা বরাবরই রাজ্যের শিল্পের অবস্থা নিয়ে প্রশ্ন তুলে এসেছে। মূলত টাটা গোষ্ঠীর চলে যাওয়ার পর রাজ্যে তৃণমূল সরকারের আসা এবং পরবর্তী ক্ষেত্রের পরিস্থিতি নিয়ে কটাক্ষ চলতেই থাকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর অনেকবার শিল্পের কথা বলেছিলেন। কিন্তু বিরোধীদের অভিযোগ, এখনও সেই ভাবে কিছুই হয়নি বঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − five =