কলকাতা: সামনেই দীপাবলী৷ তার আগে আশঙ্কার মেঘ আবহাওয়াবিদদের পূর্বাভাসে৷ বলা হচ্ছে কালীপুজোর সময়ই আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন ‘সিত্রাং’? এই নিয়েই এখন জোর জল্পনা৷ কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া এবং জলবায়ু বিষয়ক গবেষক মোস্তাফা কামাল পলাশ জানিয়েছেন, ১৭ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৫ তারিখ নাগাদ এই নিম্নচাপটি সুপার সাইক্লোনের রূপ নিয়ে আছড়ে পড়বে উপকূলে৷ যদিও এই বিষয়ে দিল্লির মৌসম ভবন বা আলিপুর আবহাওয়া দফতর এখনও পর্যন্ত কোনও পূর্বাভাস জারি করেনি।
আরও পড়ুন- এবার শুভেন্দুকে নোটিস তমলুক থানার, ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে হবে জেরার সময় এবং স্থান
তবে এই বিষয়ে আশ্বস্ত করে Geomorphologist ড. সুজীব কর বলেন, “দীপাবলীতে সুপার সাইক্লোনের কোনও সম্ভাবনা নেই ঠিকই, তবে একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। এখনও পর্যন্ত যা পূর্বভাস মিলেছে তাতে, ওডিশার উপকূলবর্তী এলাকায় এই ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। মূলত চিলকা এবং পুরীর মধ্যবর্তী এলাকায় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে৷ সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা যাবে৷ খুব সম্ভবত ২৪ তারিখ এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে। দক্ষিণ আন্দামান সাগরে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে৷”
এই ঘূর্ণাবর্ত তৈরি হলে বাংলার উপর কতটা প্রভাব পড়বে? এই প্রসঙ্গে ড. সুজীব কর বলেন, “উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাবে বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে৷ সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে।” তবে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই৷ ফলে অযথা ভয় পাওয়ার কোনও কারণ নেই বলেই তিনি জানিয়েছেন।
অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনই ঘূর্ণাবর্তের কোনও পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। ১৭ তারিখের পর থেকে এই বিষয়টি স্পষ্ট বোঝা যাবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>