কলকাতা: তৃণমূলের অন্দরে প্রকট গোষ্ঠীদ্বন্দ্ব৷ তাও আবার খাস কলকাতায়৷ দলের বিজয়া সম্মিলনীতে বাবুল সুপ্রিয়কে ঘিরে উঠল ‘গো ব্যাক’ স্লোগান৷ আবার বিজয়া সম্মিলনীতে আমন্ত্রণ না পেয়ে ঘটল ক্ষোভের বহি:প্রকাশ৷
আরও পড়ুন- ‘মা অসুস্থ, ব্যাঙ্ককে যেতে চাই’, হাই কোর্টে আর্জি অভিষেক-শ্যালিকা মেনকার
রবিবার দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের কাছে ফার্ন রোডে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়৷ তিনি সেখানে যাওয়া মাত্র তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় শাসকদলেরই বেশ কয়েক জন৷ বিক্ষোভের জেরে পণ্ড হয়ে যায় অনুষ্ঠান। এই ঘটনার পরেই দুই গোষ্ঠীকে সতর্ক করে দেন দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল নেতৃত্ব।
রবিবার কলকাতার ৬৮ নং ওয়ার্ডে ওই তৃণমূলের বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। সেখানে গিয়ে তৃণমূলেরই কয়েক জন সমর্থকের বাধার মুখে পড়েন বাবুল। এমনকী তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগানও ওঠে৷ বিক্ষোভকারী তৃণমূল সমর্থকদের অভিযোগ, এই অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে তাঁদের আগে থেকে জানানো হয়নি৷ বিক্ষোভকারীদের একাংশ স্থানীয় কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের অনুগামী বলে দাবি উঠেছে।
জানা গিয়েছে, এই ঘটনার পরই খোঁজ খবর নেন দক্ষিণ কলকাতার জেলা তৃণমূল সভাপতি দেবাশিস কুমার। আগামী দিনে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃতি না ঘটে, সে বিষয়ে দুই পক্ষকেই সতর্ক করে দেওয়া হয়েছে৷ এই ঘটনা প্রসঙ্গে দক্ষিণ কলকাতার এক তৃণমূল নেতা বলেন, ‘‘জনসংযোগের জন্যেই রাজ্য জুড়ে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করছে দল। তাছাড়া দক্ষিণ কলকাতা তো তৃণমূলের গড় বলেই পরিচিত। সেখানে এই ধরনের ঘটনা ঘটলে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>