কলকাতা: সুপ্রিম কোর্টে সোমবারও স্বস্তি পেলেন না নিয়োগ কাণ্ডে গ্রেফতার হওয়া মানিক ভট্টাচার্য। তাঁর মামলার রায়দান পিছিয়ে গিয়েছে। মঙ্গলবার ফের শুনানি হওয়ার কথা। এর ফলে এসএসসি দুর্নীতি মামলায় আপাতত ইডি হেফাজতেই থাকতে হবে মানিক ভট্টাচার্যকে। এদিন সিবিআইয়ের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে আরও একদিন সময় চেয়েছেন। তা মঞ্জুর করা হয়েছে।
আরও পড়ুন- এবার শুভেন্দুকে নোটিস তমলুক থানার, ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে হবে জেরার সময় এবং স্থান
ঠিক কী অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক? জানা গিয়েছে, রাজনৈতিক উদ্দেশে তাঁকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ তিনি করেছিলেন সিবিআইয়ের বিরুদ্ধে। তবে সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর নেতৃত্বাধীন বেঞ্চ তাঁকে স্বস্তি দিল না। যদিও এর আগে দেশের শীর্ষ আদালত তাঁকে রক্ষাকবচ দিয়েছিল সিবিআইয়ের থেকে। কিন্তু পরে মানিক ভট্টাচার্যকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করে।
এদিকে শনিবার সকালে মহিষবাথানের একটি টিচার্স ট্রেনিং সেন্টারের অফিসে হানা দেয় ইডি। সেটি মানিক ভট্টাচার্যের এক ঘনিষ্ঠের অফিস বলেই জানা গিয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে এই অফিসের কোনও যোগ থাকতে পারে বলেই অনুমান করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইডি মনে করছে, টাকার বিনিময়ে বিভিন্ন চাকরিমুখী কোর্স করানোর প্রতিশ্রুতি দেওয়া হত এবং চাকরির আশ্বাসও মিলত এখান থেকে। এইভাবে অনেকের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেই সন্দেহ করছে ইডি আধিকারিকরা।