কলকাতা: দক্ষিণবঙ্গের দিকে আগামী সপ্তাহে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। এমন এক আশঙ্কার কথা শোনা গিয়েছে। স্বাভাবিকভাবেই এই নিয়ে বঙ্গের মানুষের আতঙ্কের শেষ নেই। আবার কি ফিরে আসবে আমফানের স্মৃতি, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। কিন্তু সত্যিই কি কালীপুজো ও দীপাবলির সময় সুপার সাইক্লোনের আছড়ে পড়ার সম্ভাবনা আছে? আবহাওয়া দফতর কিন্তু অন্য কথা বলছে।
আরও পড়ুন- বঙ্গের কোভিড গ্রাফ ফের উঠল, সুস্থতা কিছুটা স্বস্তি দিচ্ছে
সুপার সাইক্লোন নিয়ে প্রচার অমূলক বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের মহা নির্দেশক ভারতের ‘সাইক্লোন ম্যান’ হিসাবে খ্যাত ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তা ঘূর্ণিঝড় বা সুপার সাইক্লোনের রূপ নেবে কিনা তা এখনই বলা সম্ভব নয়। তবে সুপার সাইক্লোন হওয়ার আশঙ্কা খুবই কম। তিনি এও জানান, এ দেশে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়ার যে প্রযুক্তি রয়েছে তা অন্য কোনও দেশের থেকে কোনও অংশে কম নয়। কিন্তু ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পাঁচ দিনের আগে তার সম্পর্কে যথাযথ পূর্বাভাস দেওয়া কোনও ভাবেই সম্ভব হয় না। তাই আপাতত এই নিয়ে চিন্তার কিছু নেই বলেই দাবি তাঁর। একই সঙ্গে তাঁর পরামর্শ, শুধু আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসের ওপর যেন সকলে নজর রাখেন।
আগে মার্কিন এক রিপোর্টে বলা হয়েছিল, ‘সিত্রাং’ ঘূর্ণিঝড় তৈরি হলে তা সরাসরি আঘাত হানতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে। ঝড়ের গতি ঘণ্টায় ২০০ থেকে ২৫০ কিমি পর্যন্ত ছুঁতে পারে বলেও রিপোর্টে দাবি করা হয়েছিল। কিন্তু এখন এই তথ্য শোনার পর কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে দেশবাসী।