অত্যাধুনিক প্রযুক্তি আনছে আবহাওয়া দফতর, পূর্বাভাস হবে আরও নিখুঁত

কলকাতার কোন ওয়ার্ডে কোন সময় কতটা বৃষ্টি হবে, তার কী প্রভাব পড়বে সব নিখুঁত ভাবে জানা যাবে। পাশাপাশি বজ্রপাতসহ যে কোনও প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস নিখুঁতভাবে পেতে রাজ্য আবহাওয়া দফতরের পরিকাঠামো ঢেলে সাজানো হচ্ছে।

কলকাতা: শহরে প্রায়শই আকস্মিক বৃষ্টির দরুণ নানা সঙ্কটের সৃষ্টি হয়। সেই পরিস্থিতি মোকাবিলায় আবহাওয়া দফতর অত্যাধুনিক এলাকা ভিত্তিক পূর্বাভাস ব্যবস্থাপনা চালু করছে বলেই খবর। আগামী বর্ষার আগেই এই ব্যবস্থা চালু করা হয়ে যাবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের মহা নির্দেশক ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র এই কথাই জানিয়েছেন।

আরও পড়ুন- টেটে কত জনকে অবৈধ নিয়োগ? বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে বৈঠকে পর্ষদ

কলকাতায় ‘আরবান ফ্লাড ওয়ার্নিং সিস্টেম’ চালু করা হবে। ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, বৃহমুম্বাই পুরসভা সহ দেশের অনেক শহরেই এই ব্যবস্থা চলছে। কলকাতা পুরসভা, রাজ্য সরকার ও আবহাওয়া দফতরের যৌথ উদ্যোগে কলকাতাতেও এই পরিকাঠামো তৈরি হবে আগামী দিনে। এজন্য আবহাওয়া দফতর কলকাতা পুরসভার সঙ্গে আলোচনা শুরু করেছে। কিন্তু এই ব্যবস্থা ঠিক কী কাজ করবে? জানা গিয়েছে, এই সিস্টেমের মাধ্যমে কলকাতার কোন ওয়ার্ডে কোন সময় কতটা বৃষ্টি হবে, তার কী প্রভাব পড়বে সব নিখুঁত ভাবে জানা যাবে। পাশাপাশি বজ্রপাতসহ যে কোনও প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস নিখুঁতভাবে পেতে রাজ্য আবহাওয়া দফতরের পরিকাঠামো ঢেলে সাজানো হচ্ছে বলেও জানান হয়েছে।

আবহাওয়া দফতরের মহা নির্দেশক একই সঙ্গে এও জানান, এখন থেকে মৌসম ভবন কালবৈশাখী ছাড়া সমস্তরকম আবহাওয়ার পূর্বাভাস দিতে পারবে এবং তার মধ্যে ৬০ থেকে ৮০ শতাংশ আবহাওয়ার পূর্বাভাস সঠিক হবে বলেই দাবি। এছাড়া কলকাতা-সহ ভারতের নানা অংশে নতুন র‍্যাডার সিস্টেম আপডেট করা হবে। ইতিমধ্যেই কলকাতার নব মহাকরণ ভবনের র‍্যাডারটি বদলে আরও অত্যাধুনিক র‍্যাডার লাগানো হচ্ছে ও শহরে আরও দুটি শক্তিশালী র‍্যাডার লাগানোর পরিকল্পনা আছে বলে খবর।। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা এড়াতেও প্রযুক্তিকে ঢেলে সাজানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + six =