ইজরায়েলের প্রত্যেক আক্রমণের জবাব হবে এক জন করে বন্দি নাগরিকের মৃত্যু, হুঁশিয়ারি হামাসের

ইজরায়েলের প্রত্যেক আক্রমণের জবাব হবে এক জন করে বন্দি নাগরিকের মৃত্যু, হুঁশিয়ারি হামাসের

Hamas

গাজা: শনিবার সকালে শহরগুলোর ঘুম ভাঙার আগেই ইজরায়েলের উপর অতর্কিতে আক্রমণ হানে প্যালেস্তাইন৷ শুরু হয় ক্ষেপণাস্ত্র বৃষ্টি৷ চুপ নেই ইজরায়েলও৷ এই পরিস্থিতিতে প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হুঁশিয়ারি, বিনা সতর্কতায় আক্রমণ হানলেই প্রাণ যাবে এক জন করে সাধারণ নাগরিকের৷ হামাসের তরফে সেনা মুখপাত্র আবু উবাইডিয়া জানিয়েছেন, ইজরায়েল সতর্ক না করে গাজার উপর কোনও আক্রমণ করলে, তা কোনও ভাবে বরদাস্ত করা হবে না। ইজরায়েল যখনই অতর্কিতে আক্রমণ হানবে, তখনই ইজরায়েলি বন্দি নাগরিকদের এক এক করে হত্যা করবে হামাস। এক-একটি আক্রমণের অর্থ এক এক জন সাধারণ নাগরিকের মৃত্যু।

যুদ্ধ শুরু হতেই ইজরায়েলের বহু নাগরিককে বন্দি করেছে হামাস জঙ্গি গোষ্ঠী। আপাতত তাঁদের যুদ্ধবন্দি বানিয়ে নিজেদের হেফাজতে রেখেছে প্যালেস্তাইন৷ সম্প্রতি একটি জায়গা থেকে অন্তত ১০০ জন নাগরিকের দেহ উদ্ধার করেছে ইজরায়েলি সেনা। মনে করা হচ্ছে, এই নাগরিকদেরও যুদ্ধবন্দি করেছিল হামাস। তার পর তাঁদের খুন করে ফেলে দেওয়া হয়েছে। হামাস ও ইজরায়েলের উত্তপ্ত সংঘর্ষে এখনও পর্যন্ত দেড় হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। দু’পক্ষই ক্রমাগত ক্ষেপণাস্ত্র এবং বোমাবর্ষণ করে চলেছে।

গাজার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ইজরায়েলের হামলায় ৬৮০ জনের বেশি প্যালেস্তেনীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় চার হাজার৷ শনিবার থেকে যুদ্ধ চলছে হামাস এবং ইজরায়েলি সেনার মধ্যে৷ হামাসের আক্রমণেও ক্ষতিগ্রস্ত ইজরায়েল৷ বহু প্রাণহানি ঘটেছে। মৃত্যু হয়েছে অন্তত ৯০০ মানুষের৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *