হাওড়ার ব্যবসায়ীর বাড়ি যেন যকের ধন! ১০০ কোটির বেশি অর্থ উদ্ধার

হাওড়ার ব্যবসায়ীর বাড়ি যেন যকের ধন! ১০০ কোটির বেশি অর্থ উদ্ধার

শিবপুর: হাওড়ার শিবপুরে ব্যবসায়ীর বাড়িতে রীতিমতো যকের ধনের সন্ধান মিলল। কোটি টাকার সেঞ্চুরি পার হয়ে গিয়েছে! একাধিক অ্যাকাউন্টে কয়েক মাসের মধ্যেই ১০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে বলে জানা গিয়েছে। গত রবিবার সকালে হাওড়া মন্দিরতলার অপ্রকাশ মুখার্জি লেনের বাসিন্দা শৈলেশ পাণ্ডে ও তাঁর ভাইয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে বাণ্ডিল বাণ্ডিল টাকা উদ্ধার করে পুলিশ৷ সোমবার সকাল পর্যন্ত দু’দিনে দুই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় নগদ ৮ কোটি ১৫ লক্ষ টাকা৷ এবার আরও টাকার সন্ধান মিলেছে।

আরও পড়ুন- মৃত মায়ের গর্ভ থেকে জন্ম নিল ফুটফুটে সন্তান, চিকিৎসকদের কুর্নিশ পরিবারের

হিসেব করে দেখা গিয়েছে, হাওড়ার ব্যবসায়ীর ১৭ টি অ্যাকাউন্ট থেকে ৫৭ কোটি টাকার লেনদেন হয়েছে। শুধু সেপ্টেম্বর মাসেই ৭৭ কোটি টাকার লেনদেন হয়েছে বলে তথ্য উঠে আসছে। সব মিলিয়ে গত কয়েক মাসের মধ্যেই ১৩৪ কোটি টাকার হদিশ মিলল। তবে এখনও পর্যন্ত ফেরার এই দুই ব্যবসায়ী পাণ্ডে ব্রাদার্স। যদিও পুলিশ অনুমান করছে যে আরও টাকা উদ্ধার হতে পারে। রবিবার সকালেই হাওড়ার ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের বাড়িতে হানা দেয় পুলিশ। তার পর থেকে তিন দফায় শৈলেশ এবং তাঁর ভাই অরবিন্দের একাধিক আবাসনে চলে তল্লাশি অভিযান। সোমবার সকাল পর্যন্ত উদ্ধার প্রচুর পরিমাণে সোনা এবং হিরের গহনা। এছাড়াও দুই ব্যবসায়ীর অভিজাত আবাসন থেকে দু’টি ল্যাপটপ, একটি টেবল-সহ বেশ কিছু ব্যাঙ্ক নথিও বাজেয়াপ্ত করা হয়েছে৷

তবে তদন্তকারীদের সন্দেহ, যে টাকা উদ্ধার হয়েছে তা একটা বড় সংখ্যার অংশ মাত্র। অর্থাৎ আরও বেশি পরিমাণ টাকা উদ্ধার হওয়ার যে যথেষ্ট সম্ভাবনা আছে তা স্পষ্ট হচ্ছে। আগে টাকা উদ্ধার হওয়ার সময়ে দেখা গিয়েছে একটি অভিযাত আবাসনে রাখা গাড়িতে ছিল ২ কোটি ২০ লক্ষ ৫০ হাজার টাকা সহ সোনা, রুপো এবং হিরের গহনা। পরে দু’টি ফ্ল্যাট এবং একটি আবাসন থেকে প্রায় নগদ ৬ কোটি টাকা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 5 =