ছাপিয়ে গেল ইরান, উত্তর কোরিয়াকেও! নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়া

ছাপিয়ে গেল ইরান, উত্তর কোরিয়াকেও! নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়া

মস্কো: ইউক্রেনে হামলা চালানোর ১২ দিন হয়ে গিয়েছে। যুদ্ধ থামার কোনও ইঙ্গিত এখনও পর্যন্ত মেলেনি। রাশিয়া আদৌ যুদ্ধ থামানোর জন্য ভাবছে কিনা সেটাও বিন্দুমাত্র স্পষ্ট নয়। একাধিক বৈঠকও ব্যর্থ হয়েছে। এদিন রাশিয়ার ওপর বিশ্ব মহলের চাপ আরও আরও বাড়ছে। ইতিমধ্যেই আন্তর্জাতিক বহু সংস্থা নিজেদের পরিষেবা রাশিয়াতে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ফেসবুক থেকে শুরু করে নেটফ্লিক্স, টিকটক থেকে শুরু করে অ্যাপেল, সব সংস্থা তাদের পরিষেবা সেখানে বন্ধ রাখবে বলে ঘোষণা করেছে। পাশাপাশি রাশিয়ার ওপর এমন নিষেধাজ্ঞা জারি হয়েছে যে এই দেশ উত্তর কোরিয়া এবং ইরানকে ছাপিয়ে গিয়েছে।

আরও পড়ুন- গণতন্ত্রের লজ্জা, বিজেপি নাটক করেছে! বিধানসভার ঘটনায় ক্ষুব্ধ মমতা

তথ্য বলছে, গত ১০ দিনে রাশিয়া উত্তর কোরিয়া এবং ইরানকে ছাপিয়ে গিয়েছে। সম্প্রতি ৭৭৮ টি নতুন নিষেধাজ্ঞা জারি হয়েছে পুতিনের দেশের ওপর। সব মিলিয়ে নিষেধাজ্ঞার সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। আসল সংখ্যা ৫ হাজার ৫৩০। এই নিষেধাজ্ঞার নিরিখেই ইরান এবং উত্তর কোরিয়াকে টপকে গিয়েছে তারা। কিছুদিন আগেই এক সমীক্ষা চালিয়েছিল ক্যাস্টেলাম ডট এআই। তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয় নিয়েই কাজ করে। এই তথ্য দিয়েছে সেই সংস্থাই।

সমীক্ষায় উঠে এসেছে, রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা জারি করেছে সুইৎজারল্যান্ড (৫৬৮), তারপর রয়েছে ইউরোপীয় ইউনিয়ন (৫১৮)। এদিকে ফ্রান্স (৫১২), আমেরিকা (২৪৩) তারপরেই রয়েছে। বিশ্বের দেশের নিরিখে এতদিনে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সংখ্যা ৩ হাজার ৬১৬ টি। এখন তারা দ্বিতীয় স্থানে। তার পরই অর্থাৎ তৃতীয় স্থানে রয়েছে সিরিয়া। এই দেশের বিরুদ্ধে ২ হাজার ৬০৮টি নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞার নিরিখে উত্তর কোরিয়া চতুর্থ স্থানে। এই দেশের ওপর ২ হাজার ০৬৬ টি নিষেধাজ্ঞা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − six =