কলকাতা: শেষ কয়েক দিন ধরেই ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ নিয়ে অনেক তথ্য সামনে এসেছে। এক সময় বলা হচ্ছিল যে এই ঘূর্ণিঝড় হয়তো আসবেই না। কিন্তু পড়ে জানা গিয়েছে তা বাংলাদেশ উপকুলবর্তী অঞ্চলে আছড়ে পড়বে। সঙ্গে সঙ্গে প্রভাব ফেলবে বাংলার একটি বড় অংশেও। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ৩টে নাগাদ সাগরদ্বীপ থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এখন জানা গেল, ঘণ্টায় প্রায় ৩১ কিমি বেগে এগোচ্ছে সেটি। অর্থাৎ সন্ধ্যার পর থেকেই ‘খেলা শুরু’ করতে পারে ‘সিত্রাং’।
আরও পড়ুন- আরও কাছে সিত্রাং! বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ ৭ জেলা, জারি কমলা সতর্কতা
হাওয়া মহল থেকে জানান হয়েছে, মঙ্গলবার ভোরেই ঘূর্ণিঝড়টি দুই ২৪ পরগনাকে ছুঁয়ে পৌঁছে যাবে বাংলাদেশ উপকূলে। ২৫ তারিখ ভোরে বরিশালের খুব কাছে তিনকোণা দ্বীপ এবং সন্দ্বীপের মধ্যে দিয়ে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বাংলাদেশ উপকূলে৷ কিন্তু তার আগে ২৪ তারিখ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে৷ সন্ধ্যের পর হাওয়ার গতিবেগ বেড়ে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিমি হবে৷ হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার৷ এছাড়াও উপকূল সংলগ্ন কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে৷ ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ কিমি৷ ২৫ তারিখ সকাল পর্যন্ত এই হাওয়া চলবে৷
এও জানা গিয়েছে, সোমবার সকালের দিকে এত গতিবেগ ছিল না ঘূর্ণিঝড়ের। ২০ কিলোমিটার প্রতি ঘণ্টায় উপকূলের দিকে অগ্রসর হচ্ছিল ‘সিত্রাং’। কিন্তু দুপুরের পর থেকেই তার বেগ বেড়ে গিয়েছে। তার জেরেই আগামী ১০ ঘণ্টার মধ্যে আরও ঘনীভূত হয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হবে এটি।