নিউইয়র্ক: ইউক্রেন দখল করার উদ্দেশ্যে নেমেছে রাশিয়া। ১৩ দিন ধরে উতালপাতাল হচ্ছে বিশ্ব ইউক্রেন-রাশিয়া যুদ্ধে। বেশ কয়েকবার বিরতি ঘোষণা করলেও এখনও পর্যন্ত যুদ্ধে থামার কোনও লক্ষণ নেই। প্রথম থেকেই রাশিয়াকে এই যুদ্ধ ইস্যুতে হুঁশিয়ারি দিয়ে এসেছে আমেরিকা। এবার একবার ফের পুতিন সরকারকে একহাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি দাবি করলেন, ইউক্রেনে কোনও দিন জিততে পারবে না রাশিয়া।
আরও পড়ুন- গণতন্ত্রের লজ্জা, বিজেপি নাটক করেছে! বিধানসভার ঘটনায় ক্ষুব্ধ মমতা
তথ্য বলছে, এই মুহূর্তে অন্তত ২০ লক্ষ ইউক্রেনবাসী দেশ ছাড়ছেন কিংবা সীমান্তে রয়েছে দেশ ছাড়ার তাগিদে। মার্কিন প্রেসিডেন্ট এই গোটা বিষয় নিয়েই প্রচণ্ড ব্যথিত। তিনি দাবি করেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আজ পর্যন্ত এই ধরণের দৃশ্য দেখা যায়নি। তবে তিনি দাবি রাখছেন যে, পুতিন বাহিনী ইউক্রেনের দু’একটা শহর দখল করতে পারলেও গোটা দেশ কখনই দখল করতে পারবে না। এই হুঁশিয়ারি দিয়েই তিনি রাশিয়া থেকে তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছেন। হোয়াইট হাইস থেকে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ইতিমধ্যেই কোকাকোলা, পেপসি, ম্যাকডোনাল্ডস, লিভাইজ, নেটফ্লিক্স-সহ একাধিক সংস্থা রাশিয়াকে নিষিদ্ধ করেছে।
ইউক্রেনে হামলা চালানোর পর রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ছে দিন দিন। সম্প্রতি ৭৭৮ টি নতুন নিষেধাজ্ঞা জারি হয়েছে পুতিনের দেশের ওপর। সব মিলিয়ে নিষেধাজ্ঞার সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। আসল সংখ্যা ৫ হাজার ৫৩০। এই নিষেধাজ্ঞার নিরিখেই ইরান এবং উত্তর কোরিয়াকে টপকে গিয়েছে তারা। কিছুদিন আগেই এক সমীক্ষা চালিয়েছিল ক্যাস্টেলাম ডট এআই। তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয় নিয়েই কাজ করে। এই তথ্য দিয়েছে সেই সংস্থাই। সমীক্ষায় উঠে এসেছে, রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা জারি করেছে সুইৎজারল্যান্ড (৫৬৮), তারপর রয়েছে ইউরোপীয় ইউনিয়ন (৫১৮)। এদিকে ফ্রান্স (৫১২), আমেরিকা (২৪৩) তারপরেই রয়েছে।