নজরে রাজ্যের নারীরা, নয়া কর্মসূচি শুরু করছে মহিলা তৃণমূল কংগ্রেস

নজরে রাজ্যের নারীরা, নয়া কর্মসূচি শুরু করছে মহিলা তৃণমূল কংগ্রেস

কলকাতা: বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। রাজ্য নির্বাচন কমিশনের তরফে যে ইঙ্গিত মিলেছে তাতে আগামী মার্চ-এপ্রিল মাসেই নির্বাচন হতে চলেছে। স্বাভাবিকভাবেই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলগুলি। আর এই সময় থেকে বিশেষ কর্মসূচি গ্রহণ করতে চলেছে বঙ্গের শাসক শিবির তৃণমূল কংগ্রেসও। জানা গিয়েছে, রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই আলাদা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নয়া কর্মসূচি গৃহীত হয়েছে। তার নাম, ‘চলো গ্রামে যাই’।

আরও পড়ুন- ভোর হলেই বেশ ঠাণ্ডা লাগছে গায়ে, কবে আসছে শীত? জানাল হাওয়া অফিস

সূত্র মারফৎ জানা গিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা প্রত্যন্ত গ্রামের মহিলা সমর্থকদের সক্রিয় রাজনীতিতে আনতে ঝাঁপিয়ে পড়বেন। গ্রামে গ্রামে গিয়ে তাদের উদ্বুদ্ধ করাই হবে মূল লক্ষ্য। বিষয় হল, রাজ্য সরকারের অধিকাংশ প্রকল্প যে মহিলা কেন্দ্রিক তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সেই প্রেক্ষিতেই আরও বেশি করে রাজ্যের মহিলাদের ‘দলে টানার’ চেষ্টা করতে চাইছে ঘাসফুল শিবির, এটাই মনে করছে রাজনৈতিক মহল। এও জানা গিয়েছে, আগামী বছরের পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের আসন বাড়ার কথা। তাই এই কর্মসূচিকে আরও বেশি প্রাধান্য দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। কিন্তু কবে থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি?

জানা গিয়েছে, আগামী ১ নভেম্বর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ও বুথে বুথে যাবেন মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যারা। যার নেতৃত্বে রাজ্য মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রত্যন্ত গ্রামে গিয়ে সভা করবেন মালা রায়, শশী পাঁজা, কাকলি ঘোষদস্তিদারের মতো নেত্রীরা। ২০২৩ সালের ১২ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, সেই মাসেই পঞ্চায়েত ভোটের দিনক্ষণ প্রকাশ পাওয়ার কথা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =