সরছেন সুকান্ত! শুভেন্দুর সভাপতি হওয়ার পথে একমাত্র কাঁটা RSS

সরছেন সুকান্ত! শুভেন্দুর সভাপতি হওয়ার পথে একমাত্র কাঁটা RSS

ec1aee8f513955480cab5f85b031e82d

কলকাতা: বঙ্গ বিজেপি সভাপতি পদে বদল আসন্ন৷ সেই দৌড়ে নিশ্চিত ভাবেই এগিয়ে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর নামে সবুজ সঙ্কেত দিয়েছে দিল্লি নেতৃত্ব৷ তবে শুভেন্দুর সভাপতি হওয়ার পথে একমাত্র কাঁটা এখন কেশব ভবন৷ শুভেন্দুতে সায় নেই আরএসএস-এর৷ তাঁরা চাইছে আদি বিজেপি’র কেউ সভাপতি পদে বসুক৷ কোনও দলবদলু নয়৷ 

আরও পড়ুন- ভাইফোঁটায় আকাশ ছোঁয়া আনাজ থেকে মাছ-মাংসের দাম! দেখা নেই টাস্ক ফোর্সের

এদিকে, সুকান্ত মজুমদারকে আর বঙ্গ বিজেপি’র সভাপতি পদে চাইছে না দলের শীর্ষ নেতৃত্ব। তাঁদের পছন্দ শুভেন্দু৷ কিন্তু সে ক্ষেত্রে বাধা আরএসএস৷ অথচ শুভেন্দুর বিকল্প কোনও নামও দিল্লির কাছে সুপারিশ করতে পারছে না কেশব ভবন। আরএসএস-এর মতো দিলীপ শিবিরও চাইছে সভাপতি পদে আদি বিজেপির কাউকে আনা হোক৷  কেশব ভবনের আপত্তিতে রাজ্যে সভাপতি বদলের প্রক্রিয়া কিছুটা জটিল হয়ে উঠেছে৷ তবে বিজেপি সূত্রে জানা গিয়েছে, দিল্লি শুভেন্দুকেই চাইছে। ফলে সুকান্ত যে সরছেন তা প্রায় নিশ্চিত৷ এবং দলের রাজ্য সভাপতি হওয়ার পথে এগিয়ে গিয়েছেন শুভেন্দুই। 

এদিকে, আরএসএস-এর মন পেতে আরও উগ্র হিন্দুত্ববাদী হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বিভিন্ন কর্মসূচিতে তাঁর ভাষণে সেই ইঙ্গিত মিলেছে৷ বারবার উগ্র হিন্দুত্বের পক্ষে সওয়াল করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তবে সভাপতি পদে সুকান্তর বিদায় ধ্বনি বাজতেই শুভেন্দুর সভাপতি হওয়া আটকাতে কোমর বেঁধেছে আদি বিজেপি শিবির। তাঁদের মতে, দলবদলু শুভেন্দু রাজ‌্য বিজেপি সভাপতি হলে তৃণমূলের হাতে দলের রাশ চলে যাবে। যারা পরে দলে এসেছে, যাঁরা দলবদলু, যাদের বিরুদ্ধে এক সময় রাজ‌্যস্তরে বিজেপির অভিযোগ ছিল, তারাই এবার দলে ছড়ি ঘোরাবে। জেলায় জেলায় পিছিয়ে পড়বে আদি বিজেপি। আদি বিজেপির একাংশ এ বিষয়ে আরএসএস কর্তাদের সঙ্গে কথা বলেছেন বলেও খবর।