বঙ্গ সন্তানের অনন্য কৃতিত্ব, আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গে ওড়ালেন দেশের পতাকা

বঙ্গ সন্তানের অনন্য কৃতিত্ব, আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গে ওড়ালেন দেশের পতাকা

কলকাতা: আফ্রিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ জয় করে নজির গড়লেন এক বঙ্গ সন্তান। তিনি হলেন কলকাতার বাসিন্দা অধ্যাপক ডক্টর ফাল্গুনী দে। গত ১১ অক্টোবর তানজানিয়ার মাচামে গেট থেকে যাত্রা শুরু করে ১৫ অক্টোবর তিনি সেখানকার সর্বোচ্চ ৫ হাজার ৮৯৫ মিটার উচ্চতার মাউন্ট কিলিমাঞ্জারো জয় করেন। বর্তমানে তিনি উত্তর কলকাতার বাগবাজার মহিলা কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। তাঁর এই কৃতিত্বে স্বভাবতই গর্বিত বাংলার সাধারণ মানুষ।

আরও পড়ুন- মোদী-ঋষি সাক্ষাৎ কবে? এখন এই প্রশ্নই ঘুরছে সব মহলে

পোল্যান্ডের ২৪ জনের একটি দল গত ১১ অক্টোবর এই যাত্রা শুরু করে এবং ১৮ তারিখ শৃঙ্গ জয় করে। ১৫ অক্টোবর সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছান তাঁরা। এই বঙ্গ সন্তান ছিলেন ওই দলের অন্যতম সদস্য। পর্বত জয় করে তিনি ভারতের জাতীয় পতাকা তুলে ধরে পালন করেন স্বাধীনতার ৭৫ বছর পূর্তি ‘আজাদি কা অমৃত মহোৎসব’। এছাড়াও শৃঙ্গ জয় করে ফাল্গুনী রবীন্দ্র সঙ্গীত গেয়েছেন। পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তাও দিয়েছেন। এর আগে একাধিকবার জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ডের মতো জায়গায় গিয়েছেন পাহাড় জয়ের নেশায়।

এই বঙ্গ সন্তান আদতে পূর্ব বর্ধমানের বাসিন্দা হলেও কর্মসূত্রে থাকেন কলকাতায়। জানা গিয়েছে, তাঁর এই ব্যয়বহুল এই অভিযানে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছে অনেক সংস্থাই। তাদের তো বটেই, নিজের এই সাফল্যের কৃতিত্ব তিনি সবথেকে বেশি দিচ্ছেন নিজের স্ত্রী এবং পরিবারকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *