কলকাতা: আর্থিক সমস্যার মুখোমুখি হয়েছে এনসিসি। রাজ্য সরকার ন্যাশানাল ফান্ড বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। এই ইস্যুতে এমনিতেই সরগরম গোটা রাজ্য। আসরে নামতে হয়েছে অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। যদিও সুরাহা কিছুই হয়নি। বরং এই আবহে রাজ্য সরকারকে নতুনভাবে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, রাজ্য আর্থিকভাবে এমনিতেই দেউলিয়া।
আরও পড়ুন- ভোর হলেই বেশ ঠাণ্ডা লাগছে গায়ে, কবে আসছে শীত? জানাল হাওয়া অফিস
ঠিক কী বলেছেন বিজেপি বিধায়ক? শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যের অর্থমন্ত্রীর লজ্জা লাগা উচিত। এনসিসি’র জন্য ২০ লক্ষ টাকা দেওয়া হয়েছে বলা হচ্ছে। এদিকে দুর্গাপুজোর জন্য ২৬০ কোটি টাকা দেওয়া হল। কেন, সে প্রশ্ন তুলেছেন তিনি। যদিও এর পাল্টা দিতে ছাড়েননি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। তিনি জানান, শুভেন্দু অধিকারীকে এই বিষয়ে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি। সরকার কাকে কত টাকা দেবে, এনসিসি’কে কত টাকা দিতে হবে, তা তাঁকে জানানোর মতো জায়গায় তিনি নেই। উলটে কেন্দ্রীয় সরকার কোন কোন খাতে এখনও টাকা বকেয়া রেখেছে সেটায় আলোকপাত করার পরামর্শ দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য।
ঠিক কী হয়েছে? আসলে এই ইস্যু নিয়ে এনসিসি-র ডিরেক্টর জেনারেলকে (ডিজি) চিঠি লিখে সমস্যার কথা জানিয়েছেন রাজ্যে দায়িত্বপ্রাপ্ত অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (এডিজি)। সেই চিঠি ইতিমধ্যেই পাঠানো হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকেও। কিন্তু রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, অক্টোবরেই মাসেই ২০ লক্ষ টাকা দেওয়া হয়েছে এনসিসি-কে। পরবর্তী ফান্ডও দেওয়া হবে। সরকার কোনও টাকা দেওয়া কাউকে বন্ধ করেনি বলেই স্পষ্ট দাবি তাঁর।