কলকাতা: রাজ্যে ১ নভেম্বর থেকে পঞ্চম দফায় শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার’ শিবির। রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প সহ অন্যান্য সুবিধা এই প্রকল্প থেকে পান মানুষ। প্রতিটি জেলার ব্লকে আয়োজিত এই শিবির থেকে ২৭ টি পরিষেবার সুবিধা পাওয়া যাবে বলে সরকারি ভাবে জানানো হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই শিবির চলবে। অন্যদিকে, স্থানীয়ভাবে যে কোনও সমস্যার দ্রুত সমাধানে মঙ্গলবার থেকে ‘পাড়ায় সমাধান’ কর্মসূচিও চালু হচ্ছে। ১৫ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচিতে অংশ নেওয়া যাবে।
আরও পড়ুন: সম্ভবত মার্চ-এপ্রিলেই পঞ্চায়েত ভোট, ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের
আসলে ‘দুয়ারে সরকার’ শিবিরে আরও নতুন দুটি পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জমির পাট্টা ছাড়াও রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের অধীনে থাকা গ্রাহকরা নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন ও পুরনো বকেয়া মেটাতে পারবেন এবার থেকে। সরকারি ভাবে তেমনটাই জানান হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যের ৫ কোটি ৬০ লক্ষ মানুষ ‘দুয়ারে সরকার’ শিবির থেকে পরিষেবা পেয়েছেন বলে নবান্ন সূত্রের খবর।
খাদ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্কেজ সহ সরকারের ২৫ টি প্রকল্পের সুবিধা মিলত এই প্রকল্প থেকে, এবার থেকে তাও বেড়ে গেল। এদিকে, কাস্ট সার্টিফিকেট নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এতদিন ‘দুয়ারে সরকার’ ক্যাম্পগুলি থেকে জাতিগত শংসাপত্র মিলত। এবার তা ডিজিটাল ভাবে মিলবে।