খেলোয়াড় তৈরি হবে, রোগীও বাঁচবে! ভলিবল সংস্থার উদ্যোগে রক্তদান শিবির

খেলোয়াড় তৈরি হবে, রোগীও বাঁচবে! ভলিবল সংস্থার উদ্যোগে রক্তদান শিবির

6232e8f59eeda5c0e83d91ad6450f016

শিমুরালি: রক্তের চাহিদা সবসময়ই আছে। বর্তমানে রক্তের সংকট চলছে। অনেক রক্ত দাতারা রক্ত দান করেও তারা তাদের পরিবারের জন‍্য রক্ত পাচ্ছে না। আবার দান করা রক্তের কার্ড নিয়ে গেলেও খালি হাতে ফিরতে হচ্ছে। হাসপাতালে রক্তদাতা নিয়ে যাওয়া হলে তবে রক্ত পাওয়া যাচ্ছে। কারণ রক্তের অমিল। এই অবস্থায় বিভিন্ন ক্লাব সংগঠনকে এগিয়ে আসতে হয়। আরও বেশী করে রক্তদানের অঙ্গীকার করতে হবে তবেই রক্তের চাহিদা পূরণ হবে। ঠিক এমনই কাজ করল একটি সংস্থা।

আরও পড়ুন- মিলছে না অনুদান, রাজ্যে বন্ধ NCC ক্যাম্প, কী লাভ হয় এই প্রশিক্ষণ নিলে? জানুন খুঁটিনাটি

রক্তের চাহিদা পূরণ করতে এগিয়ে আসল চাঁদুড়িয়া এক নম্বর জিপির চ‍্যাটার্জীর আম বাগান সংলগ্ন জীতশান ফাউন্ডেশন, একটি ভলিবল সংস্থা। চাকদহ ব্লকের লায়ন্স ক্লাবের উদ্দ‍্যোগে, লায়ন্স ক্লাবের নিজস্ব ব্ল‍্যাড ব‍্যাঙ্ক সহায়তায় রক্তদান শিবির অনুষ্টিত হয়। সংস্থার লক্ষ্য, একদিকে খেলোয়ার তৈরি করে সেই খেলোয়াদের প্রতিষ্ঠিত করা, অন‍্যদিকে সমাজের কাজে এগিয়ে এসে রক্ত দান করে, মূমূর্ষ রুগীকে বাঁচাতে সাহায্য করা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা ও পূর্ব রেলের এক ঝাঁক প্রাক্তন ভলিবল খেলোয়াড় সুরজিৎ মুখোপাধ্যায়, প্রবীর চট্টোপাধ্যায়, অশোক মণ্ডল, সুব্রত হালদার, লায়ন্সের সভাপতি সুব্রত রায় সহ  ভলিবলের খেলোয়ার ও শুভকাঙ্খী বৃন্দ এবং চাকদহ ব্লক  লায়ন্সের সদস্য বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *