কলকাতা: ফের শহরে প্রতারণার ফাঁদ৷ একের পর এক নিয়োগ দুর্নীতির মাঝে মিলল প্রতারণার খবর৷ ভুয়ো পরিচয়ে রেলে চাকরি দেওয়ার নামে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। রেলের এইচআর পরিচয় দিয়ে তিনি কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। এর অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
আরও পড়ুন- ফুল বদলে BJP-তে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক? পোস্টার ঘিরে শোরগোল
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই অভিযুক্ত মহিলার নাম ভামৌর জানা। তিনি নিজেকে রেলের এইচআর বলেই পরিচয় দিতেন৷ গতকাল রাতে বাগুইহাটি থেকে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে পুলিশ৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ভুয়ো পরিচয়ে চাকরি প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে রেলের বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতেন তিনি। বিনিময়ে মোটা অঙ্কের টাকাও নিতেন। কারও কাছ থেকে ১ লাখ, কারও কাছ থেকে আবার তার থেকেও বেশি টাকা নিতেন বলে অভিযোগ। দিন কয়েক আগে এই ঘটনার তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করেই এই মহিলার নাম জানতে পারে তারা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>