মহালয়ায় সূর্য গ্রহণ, তৈরি হবে এক বিরল দৃশ্য! কোন কোন জায়গা থেকে দেখা যাবে?

মহালয়ায় সূর্য গ্রহণ, তৈরি হবে এক বিরল দৃশ্য! কোন কোন জায়গা থেকে দেখা যাবে?

86fe4e0b1228e48fdd1a578c86e77a6c

কলকাতা:  আগামী শনিবার মহালয়া৷ ওই দিন আবার সূর্যগ্রহণ৷ ২০২৩ সালে এটাই শেষ সূর্যগ্রহণ৷ অন্ধকার ঘনাবে দিনের বেলায়। শুধু তাই নয়, আগামী ১৪ অক্টোবর মহাকাশে দেখা যাবে এক বিরল দৃশ্য৷ শনিবার আমেরিকার অধিকাংশ জায়গা থেকেই দেখা যাবে ‘রিং অফ ফায়ার’ সূর্য গ্রহণের আংশিক দৃশ্য৷ ২০১২ সালের পর এই প্রথম এমন দৃশ্যের সাক্ষী থাকবে মানুষ।  

‘ওয়াশিংটন পোস্ট’-এর এক প্রতিবেদ অনুযায়ী, শনিবার চাঁদ ঠিক সূর্যের সামনে চলে আসবে৷ চাঁদের ছায়ায় ঢাকা পড়ে যাবে সূর্যের অধিকাংশটাই৷ চারপাশ দিয়ে তৈরি হবে এক বৃত্তাকার বলয়৷ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকোর পাশাপাশি দক্ষিণ ও মধ্য আমেরিকার বেশ কিছু দেশের মানুষ এই বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে। 

এই বিশেষ বলয়াকার সূর্যগ্রহণ কখন ঘটে?  চাঁদ পৃথিবী থেকে তার দূরবর্তী বিন্দুতে সূর্য আর পৃথিবীর ঠিক মাঝখানে চলে যায়। সেই কারণে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দিতে পারে না। আর তখনই চাঁদের পিছন দিয়ে সূর্যের আলোর একটি বৃত্তীয় অংশ দৃশ্যমান হয়। যা অনেকটা ‘আগুনের বলয়’-এর মতো দেখতে৷ সেই কারণেই একে বলা হয়  ‘রিং অফ ফায়ার’৷

চাঁদ যখন পৃথিবীর খুব কাছে থাকে, তখন তাকে সূর্যের মতো দেখতে লাগে৷ সেই সময় সূর্যগ্রহণ হলে যা পূর্ণগ্রাস সূর্য গ্রহণ হয়। আগামী ১৪ অক্টোবর ওরেগন উপকূল থেকে টেক্সাস উপসাগরীয় উপকূলের মধ্যবর্তী অংশ থেকে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ৷ তবে ভারতে এই আংশিক সূর্যগ্রহণ দৃশ্য হবে না। ভারত এবং বিশ্বের অন্যান্য অংশের মানুষ রিং অফ ফায়ার দেখতে পারবেন নাসা-র YouTube চ্যানেলের অফিসিয়াল সম্প্রচারের মাধ্যমে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *