রাশিয়াকে পাল্টা দিতে তৈরি হচ্ছে ন্যাটো, বসছে জরুরি বৈঠক, ইউরোপ সফরে বাইডেন

রাশিয়াকে পাল্টা দিতে তৈরি হচ্ছে ন্যাটো, বসছে জরুরি বৈঠক, ইউরোপ সফরে বাইডেন

ওয়াশিংটন: বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে ইউক্রেন৷ পুতিন বাহিনীর বোমা বর্ষণে জ্বলছে দেশ৷ দিন দিন ভয়ঙ্কর হচ্ছে আগ্রাসনের অভিঘাত৷ পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে৷ গুরুত্ব বিবেচনা করে জরুরি বৈঠকে বসতে চলেছে ‘নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)’৷ মার্কিন সংবাদ সংস্থা সিএনএন সূত্রে খবর৷ তাদের রিপোর্টে আরও বলা হয়েছে, আগামী সপ্তাহে ইউরোপ সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ 

আরও পড়ুন- শখ বড় বালাই! স্রেফ চাঁদা তুলে আস্ত একটা দ্বীপ কিনলেন দুই বন্ধু

ন্যাটো গোষ্ঠীর সদস্য হওয়ার জন্যে দীর্ঘ দিন ধরেই চেষ্টা চালাচ্ছে ইউক্রেন৷ ন্যাটোর সঙ্গে কিয়েভের ঘনিষ্ঠতা রয়েছে৷ কিন্তু রাশিয়া চায় না ইউক্রেন ন্যাটো গোষ্ঠীর সদস্য হোক৷ যা সাম্প্রতিক যুদ্ধের মূল কারণ৷ এদিকে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে সামরিক অস্ত্র সরবরাহ করে সাহায্য করেছে ন্যাটো৷ তবে এখনও পর্যন্ত রাশিয়া-ইউক্রেন সংঘাতে সরাসরি হস্তক্ষেপ করেনি ন্যাটো৷ যা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি৷ পরিস্থিতি বিবেচনা করেই এবার বৈঠকে বসছে ন্যাটোর সদস্য দেশগুলি৷ আগামী সপ্তাহে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বসতে পারে জরুরি বৈঠক৷ একই সময়ে আবার ইউরোপ সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ তবে তাঁর ইউরোপ সফরের দিনক্ষণ এখনও ঠিক হয়নি৷ সম্ভব আগামী সপ্তাহের শুরুতেই ইউরোপ যাবেন তিনি৷ 

এ দিকে রাজধানী কিয়েভের দখল নিতে ক্রমেই এগিয়ে চলেছে  রুশ ফৌজ। রাশিয়ার এই আগ্রাসনের বিরুদ্ধে যে সকল রুশ নাগরিক প্রতিবাদ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি৷ তিনি বলেছেন, ‘‘আমি রাশিয়ার সেই সকল নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাঁরা প্রতিবাদ জানাতে ভয় পাননি।’’ তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, ন্যাটো গোষ্ঠীর বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হবে? বাইডেনের ইউরোপ সফরে কি সমস্যা মিটবে? সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় গোটা বিশ্ব৷