কলকাতা: শিয়রে সমন! বিশ্ব উষ্ণায়নের দাপটে গলতে শুরু করেছে আন্টার্কটিকার বরফ৷ পাতলা হচ্ছে বরফের চাঙর৷ উপগ্রহ চিত্রে ধরা পড়েছে উদ্বেগের ছবি৷
সুমেরু এবং কুমেরু, আশঙ্কাজনকভাবে পৃথিবীর দুই মেরুর সাগর, মহাসাগরে জমে পুরু বরফের চাঙরই গলে পাতলা হতে শুরু করেছে৷ তবে উদ্বেগের বিষয় হল, নির্দিষ্ট সময়ে যে পরিমাণ বরফ গলার কথা, তার চেয়ে অনেক দ্রুত গতিতে এই বরফ গলে যাচ্ছে৷
ফি বছর কতটা বরফ গলল, সেই তথ্য রেকর্ড করা হয়৷ উপগ্রহ চিত্র থেকে প্রাপ্ত তথ্য বলছে, গত কয়েক বছরের তুলনায় এই বছর আন্টার্কটিকার সাগর, মহাসাগরের উপর বরফের চাঙড় সবচেয়ে বেশি গলেছে৷ পৃথিবীর দক্ষিণ প্রান্তে রহস্যে মোড়া এই মহাদেশের সাগর, মহাসাগরের বুকে আপাতত ভাসমান বরফের চাঙর ছড়িয়ে রয়েছে খুব বেশি হলে ১৯ লক্ষ ২০ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে৷ গত গত চার দশকে যা সবচেয়ে কম৷ আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘নেচার’-এর পাতায় প্রকাশিত হয়েছে এই গবেষণা৷
প্রায় একই অবস্থা সুমেরু অঞ্চল বা আর্কটিকের৷ পৃথিবীর সবচেয়ে উত্তরে অবস্থিত এই মহাদেশের বরফও গলে পাতলা হতে শুরু করেছে৷ ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে সুমেরুর সাগর, মহাসাগরকে ঢেকে রাখা পুরু বরফের চাঙর সবচেয়ে দ্রুত ক্ষয়েছে৷ গত ৩ বছরে প্রায় ৫০ সেন্টিমিটার বা ১.৬ ফুট বরফের চাঙর গলেছে৷ যা প্রায় ১৬ শতাংশ৷
শুধু তাই নয়, চিন্তার বিষয় হল সুমেরুর সাগর বা মহাসাগরের উপর জমে থাকা বরফের পুরু আস্তরণ যতটা এলাকা জুড়ে বিস্তৃত ছিল, গত ১৮ বছরে তা কমতে কমতে এক-তৃতীয়াংশ হয়ে গিয়েছে৷ এই বিষয়টি প্রকাশিত হয়ছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স’-এ।
নেচারে প্রকাশিত গবেষণাপত্র থেকে জানা গিয়েছে, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি আন্টার্কটিকার সাগর, মহাসাগরের উপর বরফের আস্তরণ সবচেয়ে বেশি ক্ষয় হয়েছে৷ ওই দিন আন্টার্কটিকার সাগর, মহাসাগরের উপর বরফের চাঙড় ছড়িয়ে ছিল মাত্র ১৯ লক্ষ ২০ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। যা গত সাড়ে চার দশকে সর্বনিম্ন।
দ্রুত গলছে আন্টার্কটিকার বরফ, তিন বছরে সবচেয়ে বেশি ক্ষয় আর্কটিকেও
দ্রুত গলছে আন্টার্কটিকার বরফ, তিন বছরে সবচেয়ে বেশি ক্ষয় আর্কটিকেও