কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় এবার শিক্ষা দফতরের প্রধান সচিব মণীশ জৈনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। কী ভাবে বিপুল সংখ্যক পোস্ট তৈরি করে বেআইনি নিয়োগ করা হল? সেই জবাব দিতে হবে তাঁকে।
আরও পড়ুন- টেটে প্রায় ৭ লক্ষের কাছাকাছি আবেদন, জানাল পর্ষদ
নিয়োগ দুর্নীতি মামলায় এদিন আরও একবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট৷ আবেদনের উৎস কে? নেপথ্যে কার মস্তিষ্ক? কে করল বেনামি আবেদন? সিবিআই-কে খতিয়ে দেখার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের৷ আজ থেকেই তদন্ত শুরুর নির্দেশ৷ বিচারপতি আরও বলেন, এটা একটা সংগঠিত অপরাধ, যোগ্যরা রাস্তায় ঘুরছে অযোগ্যদের নিয়োগ করা হচ্ছে৷ তদন্ত করে এক সপ্তাহের মধ্যে সিবিআই-কে রিপোর্ট পেশের নির্দেশ৷
বিচারপতির প্রাথমিক পর্যবেক্ষণ, কমিশনের নামে এই আবেদন গুলি করা হলেও, এটা কমিশনের করা নয়। কমিশনকে সামনে রেখে কেউ এটা করিয়েছে। এগুলি ‘বেনামী’ আবেদন। তাই এর দায়ভার বর্তমান চেয়ারম্যানের নয় বলেও জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় স্কুল শিক্ষা দফতরের সচিব মণীশ জৈনকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷
বিচারপতি আরও বলেন, শিক্ষামন্ত্রী যদি আদালতে আসতে চান, তাঁরে স্বাগত। কোনও ‘দালাল’ আসতে চাইলেও স্বাগত। দুর্নীতির বিরুদ্ধে এই আদালতে যখন লড়াই করছে তখন এই আদালত জানতে চাইবে কে বা কারা এই আবেদনের পিছনে আছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>