ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী, কারা হচ্ছেন অতিথি

ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী, কারা হচ্ছেন অতিথি

কলকাতা: বৃহস্পতিবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে বড় আপডেট দিলেন তিনি। উৎসবের দিনক্ষণ এবং সম্ভাব্য অতিথিদের নাম জানালেন তিনি। এবারেও উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পারেন বিগ বি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। তবে বলিউড বাদশা শাহরুখ খান আসবেন কিনা সেটা স্পষ্ট নয়।

আরও পড়ুন- ঐন্দ্রিলা সম্পর্কিত যাবতীয় পোস্ট ফেসবুক থেকে মুছে ফেললেন সব্যসাচী!

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে ১৫ ডিসেম্বর এবং তা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হবে প্রতিবারের মতোই। উপরিউক্ত নামগুলি ছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আমন্ত্রণ জানানো হবে রাজ্যের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে, এমনটাও জানা গিয়েছে। সাধারণত নভেম্বর মাসে এই চলচ্চিত্র উৎসব হয় কলকাতায়। কিন্তু এবার একমাস পিছিয়ে এই উৎসব সংগঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =