পাকিস্তানে নিহত পঠানকোটে বায়ুসেনা ঘাঁটি হামলার মাস্টারমাইন্ড

পাকিস্তানে নিহত পঠানকোটে বায়ুসেনা ঘাঁটি হামলার মাস্টারমাইন্ড

06f9173c8b9a78bd7b89c91687ab0928

নয়াদিল্লি: পাকিস্তানে খুন পঠানকোট হামলার মূল চক্রী৷  বুধবার সকালে পাকিস্তানের শিয়ালকোটে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে প্রাণ হারায় সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য শাহিদ লতিফ। দীর্ঘ দিন ধরেই ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় নাম ছিল তার৷ 

২০১৬ সালের ২ জানুয়ারি পঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালায় জইশ জঙ্গিগোষ্ঠী৷  তদন্তে জানা যায় এই হামলার নেপথ্যে ছিল লতিফের মাথা। তার রণকৌশল মেনেই হামলা চালিয়েছিল জইশ জঙ্গিরা৷  ১৯৯৪ সালে জঙ্গিযোগের অভিযোগে ইউএপিএ-তে গ্রেফতার হয়েছিল জইশ নেতা লতিফ। বিচার প্রক্রিয়া শেষে তার জেল হয়। ২০১০ সালে সাজা পূরণ হওয়ার পর ওয়াঘা সীমান্ত দিয়ে তাকে তুলে দেওয়া হয়েছিল পাকিস্তানের হাতে৷ 

পাঠানকোট হামলার আগেও ভারতের দিকে হাত বাড়িয়েছিল লতিফ৷ ১৯৯৯ সালে তাঁর বিরুদ্ধে ‘ইন্ডিয়ান এয়ারলাইন্স’-এর একটি বিমান ছিনতাই করার অভিযোগ ওঠে।অক্টোবরের গোড়ায় মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের অন্যতম সহযোগী খুন করা হয়েছিল পাকিস্তানে। করাচিতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। চলতি বছর ফেব্রুয়ারি মাসে আর এক জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদ্দিনের কম্যান্ডার বশির পীর খুন হন৷ রাওয়ালপিন্ডির আইএসআই সদর দফতরের সামনেই গুলি করে খুন করা হয় তাকে। বশিরকে ধরার চেষ্টা চলছিল কাশ্মীরেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *