গ্রামবাসীর বাড়িতে মধ্যাহ্নভোজ, অন্যরূপে দেখা গেল মুখ্যমন্ত্রীকে

গ্রামবাসীর বাড়িতে মধ্যাহ্নভোজ, অন্যরূপে দেখা গেল মুখ্যমন্ত্রীকে

কলকাতা: সুন্দরবনকে কেন আলাদা জেলা হিসেবে ভাবা হয়েছে? উত্তর ২৪ পরগনার হাসনাবাদের খাঁপুকুর গ্রামের বাসিন্দাদের কাছে সেই কথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মিনি সুন্দরবন পরিদর্শন করেন তিনি এবং এলাকা পরিদর্শনের সময়ে গ্রামবাসীদের সঙ্গে আলাপচারিতা করতে দেখা যায় তাঁকে। গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় তাদের সমস্ত সমস্যার দ্রুত সমাধানের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: মিনি সুন্দরবনে মুখ্যমন্ত্রী, পরিদর্শন করলেন বিভিন্ন এলাকা

রাজ্য সরকার সুন্দরবনের সামগ্রিক উন্নয়নে জোর দেওয়ার কথা জানিয়েছে। মুখ্যমন্ত্রী এদিন হাসনাবাদের ওই গ্রামের বাসিন্দাদের মুখ থেকে অভাব অভিযোগ শুনে বলেন, এই কারণেই পৃথক সুন্দরবন জেলা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুন্দরবনের সামগ্রিক দায়িত্ব এখন থেকে উত্তর চব্বিশ পরগনার অতিরিক্ত জেলাসশক প্রীতি গোয়েলকে দেওয়া হল বলেও মুখ্যমন্ত্রী জানান। জল, রাস্তার সমস্যা দ্রুত মেটানোর আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে গতকালের মত আজও তিনি গ্রামবাসী ও  ছাত্র-ছাত্রীদের হাতে শীতবস্ত্র এবং উপহার তুলে দেন। একজন গ্রামবাসীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন তিনি। এরপরে মুখ্যমন্ত্রী টাকি গভর্নমেন্ট কলেজে গিয়ে পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সুন্দরবনের পর্যটন অবস্থা এবং সম্ভাবনা দুইই খতিয়ে দেখতে এদিনের সফর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইছামতী নদীপথে লঞ্চে চড়তে দেখা যায় মুখ্যমন্ত্রীকে এবং সেভাবেই তিনি এলাকা পরিদর্শন করেন। এদিন টাকি থেকে জলপথে মিনি সুন্দরবন দর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা ও অন্য আত্মীয়রা। নদীপথে বসিরহাট এলাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। চক খাঁপুকুর প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + nineteen =