কবে শুরু হচ্ছে ২০২৩ সালের বইমেলা? জানা গেল তারিখ

কবে শুরু হচ্ছে ২০২৩ সালের বইমেলা? জানা গেল তারিখ

0576fef3958677660f3631a2df9051b1

কলকাতা: শীত পড়েছে। সময়টা ডিসেম্বর ছুঁইছুঁই। আগামী দু’তিন মাস যে উৎসবের আমেজে কাটে বাঙালির তা বলাই বাহুল্য। আর এই সময়ের যেটা অন্যতম আকর্ষণ সেটা হল বইমেলা। শহর তথা রাজ্যের বই প্রেমীরা মুখিয়ে থাকেন এটা জানার জন্য যে বইমেলা কবে থেকে শুরু হচ্ছে। এবার সেই দিনক্ষণ জানিয়ে দিল বুক সেলার্স অ্যান্ড গিল্ড।

আরও পড়ুন: দুর্নীতি ইস্যুকে ডাকাতির সঙ্গে তুলনা ইডির! জামিন চাইলেন না পার্থ

জানা গিয়েছে, আগামী বছরের জানুয়ারির ৩০ তারিখ শুরু হচ্ছে বইমেলা এবং তা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারের বইমেলার থিম কান্ট্রি হল স্পেন। উল্লেখ্য, ২০০৬ সালেও বইমেলার থিম কান্ট্রি ছিল তিকিতাকার দেশ। এদিকে বইমেলা শেষের আগেই কলকাতায় শুরু হচ্ছে নবম কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল। চলবে ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। স্পেন ছাড়াও বইমেলায় থাকছে লাতিন আমেরিকা, ইউরোপ, এশিয়ার বহু দেশ। কোভিড পরবর্তী পরিস্থিতি কাটিয়ে উঠে এবারের বইমেলায় যে দারুণ ভিড় হতে চলেছে তা আশা করাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *