রাতের ডিউটি থেকে আর ফেরা হল না, ইস্পাত কারখানায় প্রাণ গেল কর্মীর

রাতের ডিউটি থেকে আর ফেরা হল না, ইস্পাত কারখানায় প্রাণ গেল কর্মীর

দুর্গাপুর: একের পর এক দুর্ঘটনা ঘটেছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে এবং তা নিয়ে বাড়ছে কর্মীদের ক্ষোভ এবং উদ্বেগও। বিদ্যুতের কাজ করতে গিয়ে বৃহস্পতিবার গুরুতর আহত হন এক ঠিকাকর্মী। এদিকে, গভীর রাতে চলন্ত কনভেয়র বেল্টের উপর পড়ে গিয়ে মৃত্যু হল এক স্থায়ী কর্মীর। মৃতের নাম আশুতোষ ঘোষাল, তাঁর বয়স ছিল ৫৪ বছর। রাতের ডিউটি ছিল আশুতোষের কিন্তু সেই ডিউটি শেষ করে আর বাড়ি ফেরা হল না তাঁর।

আরও পড়ুন- গুজরাট ভোট: প্রথম দফার ভোটদানের হার নিয়ে চিন্তায় বিজেপি

এই প্ল্যান্টের আরএমএইচপি বিভাগের কর্মী ছিলেন আশুতোষ। জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে কাজ করার সময়ে চলন্ত কনভেয়ার বেল্টের আচমকা পড়ে যান তিনি। তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। দুর্ঘটনার প্রায় দু’ঘণ্টা পর আশুতোষের দেহাংশ উদ্ধার করা সম্ভব হয়েছিল। তারপর তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনা আরও বেশি ক্ষোভ বাড়িয়ে দিয়েছে সব মহলে। দাবি করা হচ্ছে, প্ল্যান্টে ঠিক মতো কর্মীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, গত ১০ দিনে ৪ জন মারা গিয়েছে। অভিযোগ, শুধুমাত্র নিরাপত্তার অভাবে এই ঘটনাগুলি ঘটছে। আশুতোষের মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী এবং সন্তান। স্টিল টাউনশিপের বি-জোন এলাকা এখন থমথমে। এদিকে যে কর্মী গুরুতর আহত হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন তাঁর অবস্থাও সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − one =