সাদা ওএমআর শিট জমা দিয়েও বেড়েছে নম্বর! ফের আলোচনায় গ্রুপ-ডি

সাদা ওএমআর শিট জমা দিয়েও বেড়েছে নম্বর! ফের আলোচনায় গ্রুপ-ডি

কলকাতা: গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড়সড়ো ঘটনা এল প্রকাশ্যে। জানা গিয়েছে, সাদা ওএমআর শিট জমা দিয়েও নম্বর বেড়েছে। ১ বা ২ নম্বর নয়, ৪০-এর ওপর নম্বর বাড়ানো হয়েছে। এই ইস্যু নিয়ে ইতিমধ্যেই বড় নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওএমআর শিট নিয়ে বৈঠকে বসতে বলেছেন তিনি।

আরও পড়ুন- দুটি প্রশ্নের উত্তর দিয়েই ৫০ নম্বর! ওএমআর শিট প্রকাশ করতে হবে, নির্দেশ SSC-কে

খোঁজ মিলেছে, উত্তম কুমার মল্লিক নামের ব্যক্তি, যিনি পূর্ব মেদিনীপুর তালিকাভুক্ত, তাঁর নম্বর বাড়ানো হয়েছে ৫ থেকে ৪৩। একই রকমভাবে কমল কুমার চক্রবর্তী নামের একজনের ২ থেকে ৪৩ বাড়ানো হয়েছে। অনুশ কুমার, মৃণাল কান্তি মণ্ডল নামের ব্যক্তিদেরও ০ থেকে ৪৩ করে দেওয়া হয়েছে। এই প্রেক্ষিতেই ২ হাজার ৮২৩ জন প্রার্থীর মধ্যে ১০০ জনের ওয়েমার শিট নিয়ে বসতে হবে বৈঠকে, নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গ্রূপ ডি নিয়োগ দুর্নীতির মামলায় মামলাকারী লক্ষী টুঙ্গার করা মামলায় আগামী ১৪ ডিসেম্বর স্কুল সার্ভিস কমিশনের দফতরে বৈঠক করবেন সিবিআই মামলাকারীর আইনজীবী এবং স্কুল সার্ভিস কমিশনের প্রতিনিধি।

এদিকে স্কুল সার্ভিস কমিশনের বাজেয়াপ্ত করা হার্ডডিক্স এবং ওয়েএমআর শিট খতিয়ে দেখে আগামী ২১ ডিসেম্বর প্রাথমিক রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দেবে সিবিআই, এমন নির্দেশ আগেই দিয়েছেন বিচারপতি। অন্যদিকে, ৪০ টি ওএমআর শিট নিয়ে এসএসসি’কে আলাদা নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই আদালতে জানিয়েছে, ওএমআর শিটে কারচুপি করেই ১৮৩ জনের পর আরও ৪০ জনকে চাকরির সুপারিশ দিয়েছিল এসএসসি। এবার ওই ওএমআর শিটের নমুনা, নাম, রোল নম্বর-সহ বিস্তারিত প্রকাশ করতে হবে এসএসসিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + ten =