কলকাতা: নিয়োগ সংক্রান্ত ইস্যুতে সম্প্রতি বড়সড় হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তিনি মন্তব্য করেছিলেন, ”ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব।” তাঁর এই মন্তব্যের জন্য এদিন তিনি একপ্রকার দুঃখপ্রকাশ করলেন। বিচারপতি জানালেন, তিনি কাউকে আঘাত করার স্বার্থে বা কাউকে উদ্দেশ্য করে এই কথা বলেননি বা বলতে চাননি।
আরও পড়ুন: সুন্দরবন নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী, হচ্ছে একাধিক স্বাস্থ্যকেন্দ্রও
বৃহস্পতিবার এক মামলার শুনানি শেষে সরকারি কৌশলীকে বিচারপতি বলেন, তাঁর ‘ধেরে ইঁদুর’ মন্তব্য এই পরিবেশে অন্যরকম ভাবে ধরা হয়ে গেছে। তবে তিনি কুণাল ঘোষের কথা খুব এনজয় করেন, তিনি রোজ কিছু না কিছু বলেন। তবে তিনি আর আলাদা কোনও মন্তব্য করবেন না। কথাটার মানে অন্য রকম হয়ে যাচ্ছে। তবে যে মন্তব্য নিয়ে এত বিতর্ক সেটা নিয়ে বিচারপতি হেসে পর্ষদ আইনজীবীকে দেখিয়ে বলেছেন, ওরা আমাকে ওই সব বলতে বাধ্য করে। পাশাপাশি তাঁর বক্তব্য, আর কোনও মন্তব্য করবেন না। তিনি কেন খারাপ কথা বলবেন। মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন, এমন বলেন তিনি। তবে সরকারি কৌশলী বিচারপতিকে জানান, তাঁর কথার অন্য রকম মানে মিডিয়ায় প্রচার হয়ে যাচ্ছে। সেই প্রসঙ্গে বিচারপতি বলেন, মিডিয়া অনেক ভালোবাসে তাঁকে।
আসলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে ২০১৬ সালের প্রাথমিক নিয়োগ সংক্রান্ত ফলাফল ঘোষণা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে সেই ফল নিয়ে বিস্তর অভিযোগ আছে। তার প্রেক্ষিতেই এই ‘ঢাকি’ মন্তব্য করতে শোনা গিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।