কলকাতা: কোলে দেড় মাসের দুধের শিশু৷ মা এলেন পীরক্ষা কেন্দ্রে৷ ছয় বছর পর রবিবার রাজ্যে টেট অনুষ্ঠিত হয়৷ দীর্ঘদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করে ছিলেন হাওড়া ডোমজুড়ের করোনার বাসিন্দা রুহিনা মোল্লা৷ কোনও ভাবেই সুযোগ হাতছাড়া করতে রাজি হননি তিনি৷ তাই তো সন্তান কোলেই চলে আসেন পরীক্ষা কেন্দ্রে৷ এটা তাঁর কাছে স্বপ্ন পূরণের লড়াই৷ এদিন তাঁকে লড়াইয়ে সঙ্গ দিতে উলুবেড়িয়া কলেজের পরীক্ষা কেন্দ্রে এসেছিলেন বোন তুহিনা এবং বাবা খোকন মল্লিক৷
আরও পড়ুন- ‘১০ লক্ষ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে টেটের প্রশ্ন’, বিস্ফোরক শুভেন্দু
এর পর সদ্যোজাত সন্তানকে বোনের কোলে রেখে পরীক্ষা হলে ঢোকেন দিদি৷ বাইরে ছোট্ট শিশুটিকে বুকে আগলে প্রতীক্ষায় বোন। কিন্তু ওইটুকু শিশু যে মাতৃদুগ্ধ ছাড়া আর কিছুই খায় না৷ এখন উপায়৷ মা ছাড়া কতক্ষণ থাকতে পারবে?
এই সমস্যা সমাধানে রুহিনার পরিবারের তরফে কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছিল, তাঁকে যেন শিশুটিকে দুধ খাওয়ানোর জন্য একটু সময় দেওয়া হয়। ছোট্ট শিশুটির কথা ভেবে ব্যবস্থা করেছিল কলেজ কর্তৃপক্ষও। একটি আলাদা ঘরে রুহিনাকে নিয়ে আসা হয়৷ সেখানে কিছুক্ষণের জন্য রুহিনার কোলে শিশুটিকে তুলে দেওয়া হয়। দুগ্ধ পান করানোর সময় এক মহিলা পর্যবেক্ষক তাঁর কাছাকাছি ছিলেন। শিশুটিকে দুধ খাওয়ানোর পরে শিশুটিকে ফের রুবিনার কাছ থেকে নিয়ে নেন পরিবারের সদস্যরা। তিনি ফের ফিরে যান পরীক্ষার হলে৷
রুহিনা জানান, পরীক্ষার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন তিনি। এদিন বহরমপুরেও এক পরীক্ষার্থী শিশু কোলে নিয়ে গাড়ি চেপে পরীক্ষা কেন্দ্রে গিয়েছিলেন। রুহিনার মতো এমন অনেক পরীক্ষার্থী ছিলেন, যাঁরা যাবতীয় প্রতিকূলতা এড়িয়ে গতকাল পরীক্ষা দিতে এসেছিলেন৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>