কলকাতা: কয়লা পাচার মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তবে তাঁদের দুজনকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। এর বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক-রুজিরা। সোমবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তা হচ্ছে না। জানা গিয়েছে, শুনানি পিছিয়ে গিয়ে পরের মাসে হবে। অর্থাৎ নতুন বছরের শুরুতেই এই মামলার শুনানি হতে পারে। সঠিকভাবে এই মুহূর্তে বলা না গেলেও ১৩ জানুয়ারী হতে পারে শুনানি।
আরও পড়ুন- দেড় মাসের শিশু কোলে TET পরীক্ষা দিতে এলেন মা, লেখার মাঝেই খাওয়ালেন দুধ
এর আগে একাধিকবার ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ ও তাঁর স্ত্রীকে দিল্লিতে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু ইডির তলবে দিল্লি গিয়ে অভিষেক হাজিরা দিলেও যাননি রুজিরা। সেই নিয়েও একপ্রস্ত আদালতে ঘোরাঘুরি করতে হয়েছে দুই পক্ষকে। তবে গত সেপ্টেম্বর মাসে অভিষেকের রক্ষাকবচ বহাল রাখে সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না বলেও জানায়। তাই আজকের এই মামলার শুনানি যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। কিন্তু তা হল না। এই শুনানি বাতিল হওয়া নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। কারণ, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ‘ডিসেম্বর’ হুঁশিয়ারি দিয়ে কয়েকটি তারিখের উল্লেখ করে বলেছিলেন যে কিছু হবে। তার মধ্যে ছিল এই ১২ তারিখ। আর আজই এই মামলার শুনানি হল না।
১২, ১৪ ও ২১ ডিসেম্বর কিছু একটা হবে, এমন হুঁশিয়ারি ছিল গেরুয়া শিবিরের নেতার। চমকপ্রদ বিষয়, ১৪ ডিসেম্বর দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডলের মামলার শুনানি রয়েছে। আবার কাঁথিতে যে মাঠে সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ২১ ডিসেম্বর সেখানেই সভা করার কথা শুভেন্দুর। তাহলে কি…