ডিসেম্বরেও শীতের দেখা নেই, বাড়ছে তাপমাত্রা, কবে পড়বে ঠাণ্ডা? কী বলছে হাওয়া অফিস

ডিসেম্বরেও শীতের দেখা নেই, বাড়ছে তাপমাত্রা, কবে পড়বে ঠাণ্ডা? কী বলছে হাওয়া অফিস

05b86f9bd63a85331cf6380d957c5545

কলকাতা: ডিসেম্বরের মাঝামাঝি পৌঁছেও দেখা নেই শীতের৷ নেই শীতের কনকনে ভাব৷ ক্রমাগত পারদ ওঠানামা করছে। ঘূর্ণিঝড় মন্দৌস-এর প্রভাব কাটলেও জাঁকিয়ে ঠাণ্ডা পড়েনি কলকাতায়৷ তাপমাত্রায় বিশেষ হেরফের ঘটেনি।

আরও পড়ুন- জিভ কেটে নিয়েছে, ৫০ লক্ষ টাকা চেয়েছিল! লালনের স্ত্রীর বিস্ফোরক অভিযোগ

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার তুলনায় যা প্রায় ২ ডিগ্রি বেশি। হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে৷ আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা: ডিসেম্বরের মাঝামাঝি পৌঁছেও দেখা নেই শীতের৷ নেই শীতের কনকনে ভাব৷ ক্রমাগত পারদ ওঠানামা করছে। ঘূর্ণিঝড় মন্দৌস-এর প্রভাব কাটলেও জাঁকিয়ে ঠাণ্ডা পড়েনি কলকাতায়৷ তাপমাত্রায় বিশেষ হেরফের ঘটেনি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার তুলনায় যা প্রায় ২ ডিগ্রি বেশি। হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে৷ আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

হাওয়া অফিস জানাচ্ছে, ৩ দিন পর থেকে ধীরে ধীরে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে। তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে বলে মনে করা হচ্ছে। এখন আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শীত না পড়লেও আগামী কয়েক দিন সকালের দিকে কুয়াশা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এদিকে, দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সেদিকে নজর রাখছেন আবহবিদরারা। এই পরিস্থিতিতে আলিপুর হাওয়া অফিসের জানাচ্ছে, সম্ভবত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পড়বে বছর শেষের বড়দিন কিংবা নতুন বছরের শুরুতে।