ইমরানকে ছেড়ে গেলেন দলের প্রধান জোটসঙ্গী! পতন হয়তো সময়ের অপেক্ষা

ইমরানকে ছেড়ে গেলেন দলের প্রধান জোটসঙ্গী! পতন হয়তো সময়ের অপেক্ষা

8a5153833ce6057f994c13268fb0e33e

ইসলামাবাদ: সরকার পড়ে যেতে পারে ইমরান খানের। অনিশ্চয়তা তৈরি হয়েছে এই মুহূর্তে। কারণ পাক সংসদে ভোটাভুটির আগে বড় ধাক্কা খেয়েছে ইমরানের দল। ভোটের আগে ইমরানকে ছেড়ে গিয়েছে তাঁর দলের প্রধান জোটসঙ্গী। বিরোধী দলের সঙ্গে নয়া জোট করেছে তারা। সেই প্রেক্ষিতেই জল্পনা তৈরি হয়েছে যে, এবার হয়তো প্রধানমন্ত্রী পদ থেকে সরে যেতে হতে পারে ইমরান খানকে। তাঁর সরকারও ক্ষমতাচ্যুত হবে।

আরও পড়ুন- প্রথম দফার সামরিক অভিযানে ইতি, হয়েছে লক্ষ্যপূরণ, জানিয়ে দিল রাশিয়া

ইমরানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের প্রধান জোট সঙ্গী ছিল মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম)। কিন্তু এখন তারা বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে চুক্তি করেছে। তার জেরেই বিরাট আশঙ্কার বাতাবরণ তৈরি হয়েছে ইমরান খানের জন্য। আসলে বিরোধীদলের পক্ষে পাকিস্তানের সংসদে সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭। ইমরানের সমর্থনে আছেন ১৬৪ জন সদস্য। অনাস্থা ভোটে ইমরানকে হারাতে ১৭২ জন সদস্যের ভোটের প্রয়োজন বিরোধীদের। তাই হলফ করে বলা যায় ক্ষমতা হারাতে চলেছে ইমরান নেতৃত্বাধীন সরকার। এখন শুধু দেখার যে শেষ মুহূর্তে কোনও নাটকীয় পরিবর্তন হয় কিনা। যদি না হয় তাহলে ইমরান সরকারের পতন নিশ্চিত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *