মমতা-অমিত সাক্ষাৎ, শুরু হল বৈঠক, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নবান্ন চত্বর

মমতা-অমিত সাক্ষাৎ, শুরু হল বৈঠক, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নবান্ন চত্বর

কলকাতা: পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক শুরু হয়ে গেল নবান্ন সভাঘরে। সকাল ১১ টা থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা ছিল এবং নির্ধারিত সময়েই সকলের এসে উপস্থিত হন। বৈঠক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাক্ষাৎ নিয়ে তো বাড়তি উত্তেজনা আছেই, তবে এই বৈঠকে যোগ দিয়েছেন বিরোধী পক্ষের অনেকে। বৈঠকে আছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রয়েছেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তবে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক নিজে আসতে না পারলেও মন্ত্রিসভার দুই প্রতিনিধিকে পাঠিয়েছেন।

আরও পড়ুন: বঙ্গ নেতৃত্বের সঙ্গে কিছুক্ষণের বৈঠক শাহের, কী বার্তা এল

গত ৫ নভেম্বর নবান্ন সভাঘরে পূর্বাঞ্চল পরিষদের এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়ে এই বৈঠক বাতিল হয়। সেই বৈঠকই এদিন হচ্ছে। জানা গিয়েছে, দুপুর ১ টা পর্যন্ত এই বৈঠক চলবে। ঠিক কী কী বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে তা নিয়ে আলাদা কৌতূহল আছে। প্রাথমিকভাবে পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সমন্বয়, নিরাপত্তা, সমস্যা সমাধান নিয়ে চর্চা হবে বলেই খবর। তবে সীমান্ত নিরাপত্তা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আলাদাভাবে কোনও প্রসঙ্গ তোলেন কিনা, সেটাই দেখার। আবার এও জানা গিয়েছে, দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশের অভিন্ন উর্দি চালু নিয়েও আলোচনা হতে পারে। এক দেশ, এক পুলিশ নিয়ে নয়া বিল আনার কথা ভেবেছে সরকার।

বৈঠকের আগে আবার বিজেপির সদর কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে একপ্রস্ত বৈঠক সেরেছেন অমিত শাহ। সেই বৈঠক থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কিছু বার্তা দিয়েছেন অমিত শাহ বলে খবর। রাতে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন শাহ। বিজেপি সূত্রে খবর, ৩৫ মিনিট মতো এই বৈঠক হয়েছে সকলের মধ্যে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + fourteen =