গরমে বন্ধ ১০ দিন, পুজোয় ছুটি ক’দিন? ২০২৩ সালে স্কুলে ছুটির তালিকা প্রকাশ করল পর্ষদ

গরমে বন্ধ ১০ দিন, পুজোয় ছুটি ক’দিন? ২০২৩ সালে স্কুলে ছুটির তালিকা প্রকাশ করল পর্ষদ

কলকাতা: বছর প্রায় শেষ৷ আর ক’দিন বাদেই শুরু হবে নতুন বছর৷ নতুন বছরে কবে কবে ছুটি থাকবে স্কুল? সেই তালিকা প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। এবার স্কুলে গরমের ছুটি থাকবে ১০ দিন (রবিবার বাদে)। যদিও চলতি বছর প্রবল গ্রীষ্মের দাবদাহে  একাধিকবার ছুটি বাড়িয়েছিল রাজ্য সরকার। ফলে পরিস্থিতি বিচারে পরিবর্তন আসতেও পারে৷ অন্যদিকে, আগামী বছর পুজোর ছুটি পড়েছে ২৬ দিন (রবিবার বাদে)।

পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘এই ছুটির তালিকাটি  ২০২৩ শিক্ষাবর্ষে একটি নমুনা তালিকা হিসেবে প্রকাশ করা হল। তালিকায় মোট ৬৫ দিন ছুটির উল্লেখ রয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার বিশেষ বিশেষ এলাকায় অবস্থিত বিদ্যালয়গুলির ভৌগোলিক বৈশিষ্ট্য, আঞ্চলিক উৎসব/প্রথার বিভিন্নতা, প্রাকৃতিক দুর্যোগজনিত ঘটনার ভিত্তিতে ছুটির দিনগুলি পরিবর্তিত হতে পারে। যা বিদ্যালয়ের পরিচালন সমিতি বা প্রশাসক কর্তৃক অনুমোদিত হতে হবে। কিন্তু বছরে মোট ছুটির সংখ্যা কোনওভাবেই ৬৫ দিনের বেশি হবে না।’

দেখে নিন ছুটির পূর্ণাঙ্গ তালিকা- 

১ জানুয়ারি- ইংরেজি নববর্ষ (রবিবার)।

১২ জানুয়ারি- স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী (বৃহস্পতিবার)

২৩ জানুয়ারি- নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী (সোমবার, স্কুলে পালনীয়)।

২৫ জানুয়ারি- সরস্বতী পুজোর আগেরদিন (বুধবার)।

২৬ জানুয়ারি- প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পুজো (বৃহস্পতিবার, স্কুলে পালনীয়)।

১৪ ফেব্রুয়ারি- পঞ্চানন বর্মার জন্মদিবস (মঙ্গলবার)।

১৮ ফেব্রুয়ারি- শিবরাত্রি (শনিবার)।

৭ মার্চ- দোলযাত্রা (মঙ্গলবার)।

৮ মার্চ- হোলি (দোলযাত্রার পরের দিন) এবং সবে-ই-বরাত (বুধবার)।

১৯ মার্চ- শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী (রবিবার)।

৪ এপ্রিল- মহাবীর জয়ন্তী (মঙ্গলবার)।

৭ এপ্রিল- গুড ফ্রাইডে (শুক্রবার)।

১৪ এপ্রিল- বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী (শুক্রবার)।

১৫ এপ্রিল- বাংলা নববর্ষ (শনিবার)।

২১ এপ্রিল- ইদ-উল-ফিতরের আগেরদিন (শুক্রবার)।

২২ এপ্রিল- ইদ-উল-ফিতর (শনিবার)।

১ মে- মে দিবস (সোমবার)।

৫ মে- বুদ্ধপূর্ণিমা এবং পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মজয়ন্তী (শুক্রবার)।

৯ মে- রবীন্দ্র জয়ন্তী (মঙ্গলবার)।

২৪ মে থেকে ৪ জুন- রবিবার ছুটি হিসেবে বিবেচনা করা হবে না। মোট ১০ দিন ধার্য করা হয়েছে।

২০ জুন- রথযাত্রা (মঙ্গলবার)।

২৯ জুন- বকরি ইদ (বৃহস্পতিবার)।

২৯ জুলাই- মহরম (শনিবার)।

১৫ অগস্ট- স্বাধীনতা দিবস (মঙ্গলবার, স্কুলে পালন করা হবে)।

৩০ অগাস্ট- রাখি পূর্ণিমা (বুধবার)।

৬ সেপ্টেম্বর- জন্মাষ্টমী (বুধবার)।

২৯ সেপ্টেম্বর-ফতোয়া-দোয়াজ-দাহাম (বৃহস্পতিবার)।

২ অক্টোবর- গান্ধী জয়ন্তী (সোমবার)।

১৪ অক্টোবর থেকে ১৬ নভেম্বর (দুর্গাপুজোর চতুর্থী থেকে ভাইফোঁটার পরদিন পর্যন্ত): পুজোর জন্য ২৬ দিন ছুটি থাকবে (রবিবার বাদে৷ রবিবারগুলি ছুটির মধ্যে যোগ করা হবে না)।

১৫ নভেম্বর- বিরসা মুন্ডার জন্মদিবস (বুধবার) (পুজোর ছুটির মধ্যে অন্তর্গত)।

১৯ নভেম্বর- ছটপুজো (রবিবার)।

২০ নভেম্বর- ছটপুজোর জন্য বাড়তি ছুটি (সোমবার)।

২৭ নভেম্বর- গুরু নানকের জন্মজয়ন্তী (সোমবার)।

২৫ ডিসেম্বর- বড়দিন (সোমবার)।