রাজ্যের পাল্টা বক্তব্য জানাতে সময় চাইল কেন্দ্র, চাপ বাড়ল সরকারের

রাজ্যের পাল্টা বক্তব্য জানাতে সময় চাইল কেন্দ্র, চাপ বাড়ল সরকারের

কলকাতা: ১০০ দিনের কাজের টাকা নয়ছয় করেছে রাজ্য সরকার। কারচুপির অভিযোগ তুলে আগেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার টাকা ব্যাপক নয়ছয়ের অভিযোগ নিয়ে রাজ্যের হলফনামার পাল্টা বক্তব্য জানাতে সময় চাইল কেন্দ্র। শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এই কথা জানিয়েছেন।

আরও পড়ুন- BJP চায় না চাকরি হোক, ওদের পিঁপড়ে কামড়ায়, বাম আমলে শিক্ষকের চাকরি বিকোত ১০-১৫ লাখে, মমতা

তাঁর বক্তব্য, ওই প্রকল্পের টাকা কেন্দ্র দেয়। তাই তারা রাজ্যের পাল্টা হলফনামা দেওয়ার জন্য সময় চায়। মামলাকারীর আইনজীবী বলেন, প্রায় সাড়ে ন’শো পাতার হলফনামা দিয়েছে রাজ্য। তার জবাব দিতে তারাও সময় চায়। সেই আর্জি মেনে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আগামী ৩০ জানুয়ারির মধ্যে দু’পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। ওই দিনই হবে এই মামলার পরবর্তী শুনানি। আসলে বিজেপি বিধায়কের মূল অভিযোগ ছিল, কেন্দ্রের কাছ থেকে টাকা পাওয়ার পর কোনও কাজ না দিয়েই অন্যত্র টাকা খরচ করছে সরকার এবং মানুষকে ভুয়ো শংসাপত্র দিচ্ছে দুর্নীতি ঢাকতে। সেই প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা।

আগে অবশ্য ১০০ দিনের কাজের টাকা না পাওয়ার জন্য আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। কেন্দ্র-রাজ্যের দ্বন্দ্বের মাঝে উন্নয়নমূলক প্রকল্পের টাকা পাঠানো আপাতত স্থগিত। বিশেষত গ্রামোন্নয়নের নানা কাজে কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ অর্থ পাওয়া না গেলে কাজ এগোনো অসম্ভব হয়ে উঠছে। এমনটাই দাবি করেছিল বাংলার শাসক দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =