মেলেনি প্রাপ্য টাকা, তথ্যমিত্রে বিক্ষোভের জবাব দিল কেন্দ্রীয় মন্ত্রক

মেলেনি প্রাপ্য টাকা, তথ্যমিত্রে বিক্ষোভের জবাব দিল কেন্দ্রীয় মন্ত্রক

কলকাতা: কাজ করার পর বকেয়া টাকা৷ এমনকী কর্মীদের ওয়ালেট থেকেও টাকা কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ৷ প্রতিবাদে মঙ্গলবার পথে নামে ‘অল বেঙ্গল সিএসসি ভিএলই ইউনিয়ন (CITU)। এদিন বেলা ১২ টা নাগাদ তথ্যমিত্র কেন্দ্রের সদর দফতরের সামনে বিক্ষোভ মিছিল করে ডেপুটেশন জমা দেন তাঁরা। মূলত অভিযোগ, ই-শ্রম সহ একাধিক পোর্টালে কাজ করার পরও টাকা মেটানো হয়নি। তার উপর অন্যায় ভাবে তথ্যমিত্র কর্মীদের ওয়ালেট থেকে টাকা কাটা হয়েছে। আজ বিকেল.কম-এ এই খবর প্রকাশিত হওয়ার পরই কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ সিএসসি ই-গভর্ন্যান্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং কমিউনিকেশনস) অ্যাঞ্জেলা এল নাথ এই প্রতিবাদের কারণ স্পষ্ট করেন৷ 

আরও পড়ুন-ফের চোখ রাঙাচ্ছে করোনা, কোভিড নিয়ে নবান্ন থেকে কড়া নির্দেশ মমতার

চিঠি দিয়ে তিনি জানান, মঙ্গলবার কলকাতায় সিএসসি-র পশ্চিমবঙ্গ রাজ্য অফিসে ভিএলই ইউনিয়ন যে বিক্ষোভ প্রতিবাদ জানিয়েছে, সে সম্পর্কে সিএসসি এসপিভি-র তরফে কারণ স্পষ্ট করে বলা হয়, ভিএলই ওয়ালেট থেকে সম্প্রতি যে টাকা ডেবিট করা হয়েছে বা কেটে নেওয়া হয়েছে, সেই টাকা আসলে ই-শ্রম যোজনায় ভুলবশত পাঠানো অতিরিক্ত অর্থ৷  

গতকাল বিক্ষোভ মিছিলে একাধিক ব্যানার এবং প্ল্যাকার্ড দেখা গিয়েছি বিক্ষোভকারীদের হাতে। তাঁরা জানতে চাইছিল, কাজের হিসেব এবং প্রাপ্য কমিশনের হিসেবে গরমিল কেন? সেই উত্তর দেওয়া হল মন্ত্রকের তরফে৷