কলকাতা: কংগ্রেসের দায়ের করা আবেদন গ্রহণযোগ্য নয়। ঝালদা পুরসভা নিয়ে তাঁদের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ঝালদা পুরসভায় জেলাশাসককে প্রশাসক পদে বসানো নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে কংগ্রেসের ডিভিশন বেঞ্চে আবেদন জানায়। বৃহস্পতিবার সেই আবেদন খারিজ হয়ে গেল।
আরও পড়ুন: কল্যাণময়ের জামিন মামলায় সিবিআইয়ের ভূমিকায় অসন্তুষ্ট হাই কোর্ট
এই ইস্যুতে কংগ্রেসের করা মামলায় বিচারপতি অমৃতা সিনহা অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছিলেন যে, ঝালদা পুরসভাকে সচল রাখতে জেলাশাসক প্রশাসক হিসেবে কাজ করবেন। যাতে পৌর পরিষেবা থেকে সেখানকার মানুষ কোনও ভাবেই বঞ্চিত না হন। কিন্তু সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর এবং নির্দল কাউন্সিলররা। বৃহস্পতিবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহার ডিভিশন বেঞ্চ জানায়, তাঁদের এই মামলা গ্রহণযোগ্য নয়। সিঙ্গেল বেঞ্চের অন্তর্বর্তীকালীন নির্দেশই বজায় রাখল ডিভিশন বেঞ্চ।
অন্যদিকে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহা আগামী ৩ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রেখেছিলেন। সেদিনই এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ঝালদা পুরসভার পুর ভোটের পর থেকেই অচলাবস্থা চলছে। গত ২১ নভেম্বর আস্থা ভোটের হেরে যায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু তারপরেও কংগ্রেস বোর্ড গঠন করতে পারেনি।