শুভেন্দু ‘গড়ে’ নিরঙ্কুশ জয় ঘাসফুলের, ফল ১২-০

শুভেন্দু ‘গড়ে’ নিরঙ্কুশ জয় ঘাসফুলের, ফল ১২-০

নন্দীগ্রাম: সমবায় সমিতির ভোটের ফল নিয়ে সকাল থেকেই উত্তপ্ত ছিল বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ‘গড়’ নন্দীগ্রাম। দফায় দফায় সংঘর্ষ হয় সেখানে। কিন্তু শেষমেষ ভোটে বিপুল জয় পেল তৃণমূল কংগ্রেস। ধারে কাছে আসতে পারল না রাম বা বাম কেউই। শুক্রবার, ভেটুরিয়া সমবায় সমিতির ভোটে ১২টি আসনেই জিতল ঘাসফুল শিবির। পঞ্চায়েত ভোটের আগে এই জয় তাঁদের অনেকটাই বেশি আত্মবিশ্বাস দেবে।

আরও পড়ুন- পুরি-সব্জি দিয়ে প্রাতরাশ, রাতে বেগুনপোড়া, থানার খাটে ‘নিশ্চিন্তে’ ঘুম কেষ্টর

সারাদিন ধরে যা চলেছে তাতে এটি সাধারণ নির্বাচন বললেও ভুল হবে না। সকাল থেকে জায়গায় জায়গায় সংঘর্ষ, অভিযোগ-পাল্টা অভিযোগ। বিজেপি ও তৃণমূল, দু’পক্ষ একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে। বহিরাগতদের এনে ভোট লুট করার চেষ্টার অভিযোগও বাদ যায়নি। কিন্তু ভোট গণনার পর দেখা গিয়েছে, মোট ১২টি আসনই জিতে নিয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। একটিও আসন পায়নি বিরোধীদের কেউ। তবে তৃণমূলের বিরুদ্ধে ভোট লুট এবং বিজেপি পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ তোলা হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। যদিও তা অস্বীকার করেছে শাসক দলের সমর্থকরা।

এদিনের এই ভোট নিয়ে বিজেপির দাবি, এ রাজ্যে নিরপেক্ষ ভোট কোনও দিনই সম্ভব নয়। পুলিশ দলদাসের মতো আচরণ করে চলেছে। অন্য দিকে তৃণমূলের দাবি, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর আর কোনও দাপট নেই, সব ধুয়েমুছে সাফ হয়ে যাচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে বাকিটাও হয়ে যাবে। ভোটের ফল নিয়ে ইতিমধ্যেই টুইট করেছেন দলের তরফে নন্দীগ্রামের দায়িত্বপ্রাপ্ত নেতা কুণাল ঘোষ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + fifteen =