কলকাতা: হাওড়া স্টেশনে বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধনে এসেও জয় শ্রীরাম স্লোগান শুনতে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ যার জেরে উদ্বোধনী মঞ্চেই উঠলেন না তিনি৷ বক্তব্য রাখলেন মঞ্চের পাশে দাঁড়িয়ে৷ এদিন শুরুতেই মাতৃহারা নরেন্দ্র মোদীকে সমবেদনা জানান তিনি। সেই সঙ্গে মনে করিয়ে দিলেন তিনি রেলমন্ত্রী থাকাকালীন আজ প্রধানমন্ত্রীর উদ্বোধন করা ৫টি রেল প্রকল্পের মধ্যে ৪টি পরিকল্পনা চূড়ান্ত করেছিলেন। এর জন্য বাজেটও বরাদ্দ হয়েছিল৷
আরও পড়ুন- আমদাবাদ থেকে ভার্চুয়ালি সবুজ পতাকা নেড়ে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতা আরও বলেন, ‘‘আজ ব্যক্তিগত ভাবে আপনার কাছে অত্যন্ত দুঃখ এবং অপূরণীয় ক্ষতির দিন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন আপনাকে কাজ এবং প্রচেষ্টার মাধ্যমে মায়ের প্রতি ভালবাসা প্রকাশের শক্তি দেন।’’
প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণের খবর পাওয়ার পরই তিনি টুইটে লিখেছিলেন, ‘‘আপনি ঐকান্তিক ভাবে এই কর্মসূচিতে যোগ দিতে চেয়েছিলেন। আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই।’’ কিন্তু মায়ের শেষকৃত্য সেরেই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী৷ সে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি এখন আপনাকে বিশ্রাম নিতে বলব।’’
বন্দে ভারত এক্সপ্রেস ছাড়াও এদিন রেলের অন্য যে ৪টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করলেন, মমতা রেলমন্ত্রী থাকাকালীনই সেই পরিকল্পনাগুলি গৃহীত হয়েছিল, সে কথা মনে করাতে ভুললেন না মমতা। তার মধ্যে ইউপিএ আমলেই তারাতলা-জোকা মেট্রো প্রকল্পের শিলান্যাস হয়ে গিয়েছিল৷ শিলান্যাস করেছিলেন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল।
এছাড়াও ডানকুনি-চন্দনপুর চতুর্থ লাইন, বৈঁচি-শক্তিগড় তৃতীয় লাইন এবং উত্তরবঙ্গের ফালাকাটা-গুমানিহাট দ্বিতীয় রেললাইন পাতার পরিকল্পনাও তিনি বাজপেয়ীর সরকারের রেলমন্ত্রী থাকাকালীন চূড়ান্ত হয়েছিল৷ সে কথাও উল্লেখ করেন মমতা। এই প্রকল্পগুলির জন্য বাজেটও বরাদ্দ করা হয়েছিল৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>