বারাকপুর মহকুমায় বেআইনি অটোর হুজ্জুতি! ব্যবস্থা নিতে কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

বারাকপুর মহকুমায় বেআইনি অটোর হুজ্জুতি! ব্যবস্থা নিতে কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

বারাকপুর: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক তাৎপর্যপূর্ণ রায় দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ একাধিক মামলা তিনি তুলে দিয়েছেন সিবিআই-এর হাতে৷ এবার বেআইনি ভাবে পথে ছুটে চলা অটোরিক্সার দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন তিনি৷ বারাকপুরের কমিশনার আলোক রাজরিয়াকে কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ 

আরও পড়ুন- অবশেষে মিলছে চাকরি! ৬৫ জন ‘যোগ্য’ প্রার্থীদের সুপারিশপত্র দিতে ডাকল এসএসসি

শুক্রবার বারাকপুর কমিশনারেটের আওতায় চলা ২৫টি বেআইনি অটো ও তাদের বাড়বাড়ন্ত নিয়ে মামলা চলছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেখানেই বারাকপুরের কমিশনার আলোক রাজরিয়াকে তিনি নির্দেশ দেন, এই সমস্যা রুখতে একটি বৈঠক করতে হবে। সেখানে থাকবে RTO প্রদীপ মুজুমদার৷ বৈঠকে বেআইনি অটোগুলির তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে৷ 

বিচারপতি আরও বলেন, সকলেরই নাম-ঠিকানা নথিভুক্ত রয়েছে৷ ফলে খুঁজে বার করতে অসুবিধা হবে না। তবে যে ২৫ জনের নাম-ঠিকানা ইতিমধ্যেই হাতে চলে এসেছে, তাঁদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে। আগামী ৯ জানুয়ারির মধ্যে খুঁজে বার করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। সেই সঙ্গে পুলিশকে আরও বেশি সচেতন হওয়ার কথাও বলেন তিনি৷ আদালতের নির্দেশ, বেআইনি অটোগুলিকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে৷ 

এদিন সশরীরে আদালতে উপস্থিত ছিলেন বারাকপুরের আরটিও প্রদীপ মজুমদার৷ তিনি বিচারপতিকে জানিয়েছেন, তাঁরা আপাতত ৩২ জনকে চিহ্নিত করতে পেরেছেন। তার মধ্যে দু’জনের কাছে পারমিশন ছিল, পাঁচ জন পারমিশন তৈরি করতে দিয়েছে। বাকি ২৫ জনের খুঁজে মিলছে না৷