ভবিষ্যতের পাকিস্তান নিয়ে চলছে জল্পনা, একটুর জন্যে নজির গড়তে পারলেন না ইমরান

ভবিষ্যতের পাকিস্তান নিয়ে চলছে জল্পনা, একটুর জন্যে নজির গড়তে পারলেন না ইমরান

করাচি:  পাক প্রধানমন্ত্রীর পদ থেকে শেষপর্যন্ত সরতেই হল ইমরান খানকে। নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন পাকিস্তান মুসলিম লিগ-এন-এর নেতা শেহবাজ শরিফ। মার্কিন যুক্তরাষ্ট্র ইস্যুতে সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বিরোধের জেরেই সরতে হল ইমরানকে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। এমুহূর্তে পাক ভূখণ্ড ১২টি জঙ্গি সংগঠনের স্বর্গরাজ্য। পাক ভূখণ্ডে কি জঙ্গিদের আরও বাড়বাড়ন্ত দেখা দেবে? চর্চা চলছে এমন কিছু প্রাসঙ্গিক প্রশ্ন নিয়ে।

পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে ইমরান খান নজির সৃষ্টি করবেন বলে অনুমান করা হয়েছিল। পাকিস্তান নামে দেশটি জন্মগ্রহণের পর থেকে সেদেশে কোনও প্রধানমন্ত্রীই পাঁচ বছরের মেয়াদ অতিক্রম করতে পারেননি অভ্যন্তরীণ রাজনৈতিক বিবাদের জেরে। ২০১৮ সালে সেনার সমর্থন নিয়ে পাক প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হলেও সেনাপ্রধানের সঙ্গে একাধিক ইস্যুতে বিরোধের জেরে ইমরান খানও প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ বছরের সময়কাল পূরণ করতে পারলেন না। আস্থা ভোটে হেরে গিয়ে সরতে হল তাঁকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী রাজনৈতিক দলগুলি বেছে নিয়েছে মুসলিম লিগ-এন-এর নেতা শেহবাজ শরিফকে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব নেওয়ার পরে পাকিস্তানের অভ্যন্তরীণ সঙ্কট কতটা কাটবে সেব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। নতুন প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তান মুসলিম লিগ-এন-এর নেতা শেহবাজ শরিফ অবিলম্বে নির্বাচনের পথে যাবেন নাকি বর্তমান ন্যাশনাল অ্যাসেম্বলির মেয়াদ ২০২৩ সালে শেষ হওয়ার আগে পর্যন্ত টিকিয়ে রেখে তারপর নির্বাচনে যাবেন কিনা সেবিষয়টিও এখনও স্পষ্ট নয়।

গদি থেকে সরার কারণ হিসেবে ইমরান খান দুষেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে। মার্কিন যুক্তরাষ্ট্র অনাবশ্যকভাবে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাচ্ছে বলেও অভিযোগ করেছেন ইমরান। তবে এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলেও নাকচ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে পাক প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান খানের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের রসায়ন নিয়ে বিরোধ চলছিল বেশ কিছুদিন ধরেই। ইসলামাবাদে এক অনুষ্ঠানে সেনাপ্রধান বাজওয়া বলেছেন, পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘলালিত বন্ধুত্বের। পাকিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি করা সামগ্রী পাকিস্তানের অর্থনীতিকে শক্তি জুগিয়েছে বলে মন্তব্য করেন পাক সেনাপ্রধান জেনারেল বাজওয়া। একইসঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষায় চিনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরও মজবুত করার ওপরও জোর দিয়েছেন বাজওয়া।

বিদেশনীতি এবং নিরাপত্তা সংক্রান্ত নীতি রূপায়নে পাক সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, প্ৰধানত, বিদেশনীতি নিয়ে সেনাপ্রধানের সঙ্গে মতভেদের জেরে ইমরানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরতে হল। প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পরে পাক সেনাপ্রধান চিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার বার্তা দিলেও ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়া-পাকিস্তান প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি।

তবে পাক রাজনীতিতে অস্থিরতার প্রভাব ভারতের ওপর পড়বে কিনা তা নিয়ে জল্পনা চলছে। সেনাপ্রধান বাজওয়া কয়েকদিন আগে কাশ্মীর সমস্যার সমাধানে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন ভারতকে। কারণ ভারতের সঙ্গে শত্রুতার সম্পর্ক পাকিস্তানের অভ্যন্তরীণ আর্থিক সঙ্কটকে আরও ঘোরালো করে তুলতে পারে। পাকিস্তানের প্রধান বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা পালন করে আসা পাকিস্তান মুসলিম লীগ-এন এবং পাকিস্তান পিপলস পার্টি এবার কোন পথে হাঁটে, এখন তা দেখার অপেক্ষা। এমুহূর্তে মোট ১২টি ইসলামিক জঙ্গি সংগঠনের স্বর্গরাজ্য পাকিস্তান। এই সংগঠনগুলির মধ্যে রয়েছে কুখ্যাত জঙ্গি সংগঠন আল কায়দা, হাক্কানি নেটওয়ার্ক, জইশ-ই-মহম্মদ থেকে শুরু করে লস্কর-ই-তৈবা কিংবা তেহরিক-ই-তালিবান নামে একাধিক জঙ্গি সংগঠন। জঙ্গিদের বাড়বাড়ন্ত পাক ভূখণ্ডে কতটা প্রশ্রয় পাবে আগামীদিনে সেও পরিষ্কার হবে ক্রমশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + fifteen =