কলকাতা: শুক্রবার কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও পারদপতন হয়েছে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবারও একই ধারা বজায় আছে। চলতি মাসের শেষে শীতের বিদায় হবে এমন আবহ তৈরি হলেও আপাতত ঠান্ডা কমার কোনও ইঙ্গিত দেখা যায়নি। হাওয়া অফিস বরঞ্চ জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রা কিঞ্চিত নিম্নগামী হবে বাংলায়।
আরও পড়ুন- কিঞ্চিৎ বৃদ্ধি ঘটল বঙ্গের কোভিড গ্রাফে, মৃত্যু আজও শূন্য
শেষ কয়েক দিনে দেখা গিয়েছে, রাতের দিকে ভালই শীত পড়েছে এবং হালকা শিরশিরানি হাওয়া অনুভূত হচ্ছে। ভোর পর্যন্ত এই পরিবেশই থাকছে। আর বেলা বাড়তে তাপমাত্রা ওপরে উঠছে কিছুটা। অর্থাৎ মোটামুটি সারাদিনে ঠান্ডার আমেজ থাকছে, যা উপভোগ করছে বঙ্গবাসী। জানা গিয়েছে, শনিবার পারদ ১৪ ডিগ্রির ঘরেই আছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতের তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না। তবে, আগামী কয়েক দিনে হাড়কাঁপানো শীত পড়ার আর সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামী সপ্তাহের শেষের দিকে আবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহবিদরা। সঙ্গে সঙ্গে সকালের দিকে কুয়াশায় ঢাকা পড়বে গোটা রাজ্য। দৃশ্যমানতা কম থাকবে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশা থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গে এখনই ঠান্ডার হেরফের হবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।