মালদহ: রাজ্যে দুর্নীতির অভিযোগের কোনও অভাব নেই এখন। নিয়োগ ক্ষেত্রে একের পর এক অভিযোগ উঠে এসেছে এবং এখনও আসছে। প্রতিদিনই নতুন নতুন কোনও তথ্য উঠে আসছে জনসমক্ষে। এই পরিস্থিতির মধ্যেই মালদহের প্রশাসনিক সভা থেকে আরও বড় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পুরুলিয়ায় চাকরির কোটা নিয়ে ‘দুর্নীতি’ হয়েছে এমন অভিযোগ করলেন তিনি। কিন্তু কার দিকে তাঁর নিশানা সেটা স্পষ্ট হয়েও যেন হল না।
আরও পড়ুন- উপহার নয়, টাকা দিয়েই বইমেলা থেকে দলীয় বিধায়কের বই কিনলেন ‘মানবিক’ মমতা
এদিন মালদহে প্রশাসনিক সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি বলেন, পুরুলিয়ার যুবকদের চাকরির কোটা ‘কেউ’ পকেটে ঢুকিয়েছেন। এরপরেই তাঁর বক্তব্য, কয়েকটা ডাকাত-গদ্দার তাঁর দল থেকে গিয়েছে, ওরাই এই কাজ করছিল। গোটা বিষয় খতিয়ে দেখতে তিনি কলকাতা হাইকোর্টের কাছেও মৌখিক আর্জি জানিয়েছেন। আসলে নিয়োগ কেলেঙ্কারিতে ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের মতো ব্যক্তিত্ব গ্রেফতার হয়েছেন। যুবনেতা কুন্তল ঘোষকেও সম্প্রতি গ্রেফতার করা হয়েছে। সব নিয়ে চাপে আছে রাজ্য সরকার। তাই এই মুহূর্তে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি নিয়ে মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ।
তবে তিনি নিশানা করলেন কাকে, তা নিয়ে অনেক জল্পনা। অনেকেই ভাবছেন মমতা আসলে তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কারণ শুভেন্দু তৃণমূলে থাকাকালীন মমতা তাঁকে পুরুলিয়ায় দলের পর্যবেক্ষক করেছিলেন। যদিও এদিন নাম না করেই একাধিক মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি এও বলেন, আদালতে মামলা চলছে, তিনি আশা রাখছেন ভাল বিচার হবে।