কলকাতা: কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া বিস্তর৷ কিন্ত, সেই প্রাপ্য বকেয় এখনও মেলেনি বলে বারবার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অথচ কথায় কথায় বাংলায় কেন্দ্রের টিম পাঠাচ্ছে দিল্লি৷ কেন্দ্রের এই ভূমিকায় মালদহের সরকারি সভা থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘কথা নেই বার্তা নেই কেন্দ্রের টিম পাঠিয়ে দিচ্ছে। আর তারা অশ্ব ডিম্ব করছে। এখানে এসে ডিম ডিমাডিম ডিম বাজিয়ে যাচ্ছে।’
আরও পড়ুন- লালা ঘনিষ্ঠ রত্নেশ বর্মার আত্মসমর্পণ, কয়লা পাচারকাণ্ডে অন্য মোড়
এরপরেই তোপ দেগে তিনি বলেন, ‘মাথায় উকুন হলে মেরে দিতে হয়। বাড়িতে ছারপোকা থাকলে মেরে দিতে হয়। আমি মানুষের মৃত্যুর কথা বলছি না। যাঁরা মিথ্যা কথা বলছেন তাঁরা দেখে যান। একদিন আপনাদেরও বাংলার প্রত্যেকটা প্রকল্পকে সেলাম জানাতে হবে, প্রণাম জানাতে হবে।’
এদিকে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অর্থ না দেওয়ার অভিযোগে এদিনও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘ওরা টাকা দিচ্ছে না বলেই আবাস যোজনা, ১০০ দিনের কাজ আটকে রয়েছে। কিন্তু আমরাও ভিক্ষে করার লোক নই। আমাদের যা আছে, তাই দিয়েই আমরা বাংলা চালাব। পর্যবেক্ষকদের অনেকের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী এই ধারণাই জনমানসে গেঁথে দিতে চাইছেন যে, দিল্লি টাকা দিচ্ছে না। তাও লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, কৃষক বন্ধুর মতো প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্য।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>